রিপুন বোরা (ছবিঃX@Ripun Bora)

কলকাতাঃ খাস কোলকাতার(Kolkata) বুকে আর জি কর হাসপাতালে(R G Kar Rape-Murder Case) কর্তব্যরত মহিলা চিকিৎসককে ধর্ষণ(Rape) এবং খুনের(Murder) ঘটনায় চাপ বেড়েছে তৃণমূল সরকারের(Trinamool Congress)। এই ঘটনায় প্রথম থেকেই রাজ্য সরকাররে ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে থাকে বিভিন্ন মহলে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(CM Mamata Banerjee) পদত্যাগের দাবি পর্যন্ত ওঠে দিকে-দিকে। এই আবহে যখন ঘোর অস্বস্তিতে জোড়াফুল শিবির, তখন আরও একটু বিপাকে তৃণমূল কংগ্রেস। এ বার একরাশ ক্ষোভ উগরে দিয়ে তৃণমূল কংগ্রেস ছাড়লেন অসম তৃণমূলের রাজ্য সভাপতি রিপুন বোরা(Ripun Bora)। তাঁর সঙ্গেই দল ছেড়েছেন অসম তৃণমূলের সাংগঠনিক সম্পাদক অরূপজ্যোতি ভূঁইয়া, সাধারণ সম্পাদক গজেন্দ্র প্রসাদ উপমন্যু এবং সাধারণ সম্পাদক জুলফিকার হুসেন, এমনটাই সূত্রের খবর। রবিবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে পদত্যাগ করেন রিপুন বোরা। শুধু সভাপতি পদ থেকে নয় দলের প্রাথমিক সদস্যপদ থেকেও ইস্তফা দেন তিনি। চিঠিতে সভাপতি হিসেবে অসমের মানুষের কাছে তৃণমূলের গ্রহণযোগ্যতা অর্জন করতে না পারাকেই পদত্যাগের কারণ হিসেবে দেখিয়েছেন তিনি। চিঠিতে তিনি এও উল্লেখ করেন, অসমের মানুষ তৃণমূলকে গ্রহণ করেনি। তাঁরা এখনও তৃণমূলকে পশ্চিমবঙ্গের আঞ্চলিক দল হিসাবেই দেখে। প্রসঙ্গত, ২০২২ সালে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন ৬৮ বছরের বর্ষীয়ান নেতা। রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেবের সঙ্গে কলকাতায় এসে অভিষেকের হাত ধরে জোড়াফুলে যাত্রা শুরু করেন। কিন্তু দু'বছরের মাথাতেই তৃণমূল কংগ্রেস থেকে মুখ ফেরালেন তিনি। পদত্যাগের পরই তাঁর কংগ্রেসে ফিরে যাওয়া নিয়ে ইতিমধ্যেই জোর জল্পনা শুরু হয়েছে।

 তৃণমূল কংগ্রেস থেকে মুখ ফেরালেন রিপুন বোরা