ভুবনেশ্বর, ২৮ ফেব্রুয়ারি: রাজনীতি ছেড়ে অবিলম্বে রাজধানীতে শান্তি ফেরাতে হবে। ভুবনেশ্বরে আন্তঃরাজ্য পরিষদের পূর্বাঞ্চলের বৈঠকে যোগ দেওয়ার পর বললেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee)। জানা যাচ্ছে, দিল্লিতে (Delhi Violence) শান্তি ফেরানের জন্য সচেষ্ট হতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) অনুরোধ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী। তিনি বলেন, "দিল্লিতে যা ঘটেছে তা হতাশাব্যঞ্জক। এটা হওয়া উচিত ছিল না। পুলিশকর্মী এবং একজন আইবি অফিসারসহ বেশ কয়েকজন লোকের প্রাণ গেছে। ক্ষতিগ্রস্তদের পরিবারকে সহায়তা দেওয়া উচিত এবং শান্তি ফিরে আসা উচিত।"
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ডাকা বৈঠকে যোগ দিতে মঙ্গলবার সন্ধ্যায় ভুবনেশ্বরে পৌঁছোন বাংলার মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক উপস্থিত ছিলেন বৈঠকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পাশাপাশি বৈঠকে ছিলেন কেন্দ্রীয় পেট্রলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। দিল্লিতে হিংসার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করেছে বিরোধি দলগুলি। এই বিষয়ে মতা বলেন, "এখনই, সমস্যা সমাধান করা উচিত, পরে রাজনৈতিক আলোচনা হতে পারে।" আরও পড়ুন: Delhi Violence: দিল্লিতে হিংসার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪২
Odisha: CM Naveen Patnaik hosted a lunch for Union Home Minister Amit Shah, Union Minister Dharmendra Pradhan, West Bengal CM Mamata Banerjee and Bihar CM Nitish Kumar at his residence in Bhubaneswar today. pic.twitter.com/hMMVxsEhiZ
— ANI (@ANI) February 28, 2020
ভুবনেশ্বরে আন্তঃরাজ্য পরিষদের পূর্বাঞ্চলের বৈঠকে যোগ দেওয়ার পর ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের বাড়িতে দুপুরের খাওয়া সারেন মমতা ব্যানার্জি। একই টেবিলে খেতে দেখা যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে।