আর জি কর কাণ্ডের প্রতিবাদে মানব বন্ধন (ছবিঃANI)

নয়াদিল্লিঃ আর জি কর কাণ্ডের(RG Kar Rape Case) প্রতিবাদে উত্তাল গোটা দেশ। দিকে-দিকে ছড়িয়ে পড়েছে আন্দোলনের(RG Kar Protes) আঁচ। যতদিন যাচ্ছে বাড়ছে এই আন্দোলনের ঝাঁঝ। রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছেন বাংলার জুনিয়র চিকিৎসকেরা(Junior Doctors)। পথে নেমছে সাধারণ মানুষ। আগামীকাল ১৭ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানি। তার আগে আজা সোমবার, দেশজুড়ে ১ ঘণ্টা কর্মবিরতির ডাক দিয়েছে দেশের চিকিৎসক সংগঠন। এই এক ঘণ্টা হাতে হাত ধরে মানব বন্ধন তৈরি করবেন তাঁরা। সেই মতোই সকালে মানব বন্ধনে আবদ্ধ হয়েছেন চণ্ডীগড়ের পিজিআইএমইআর অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চের ডাক্তাররা। দেশজুড়ে এই কর্মসূচিতে সামিল হবেন ডাক্তাররা। প্রসঙ্গত, ৬ পেরিয়ে ৭ দিনে পড়ল পশ্চিমবঙ্গের জুনিয়র ডাক্তারদের স্বাস্থ্যভবন অভিযান। টানা ৭ দিন রাজপথ আঁকড়ে পড়ে রয়েছেন জুনিয়র চিকিৎসকেরা। রাজ্য সরকারের সামনে পাঁচ দফা দাবি রাখতে চান তাঁরা। সেই দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তাঁরা এমনটাই সাফ জানিয়ে দেওয়া হয়েছে তাঁদের তরফে। তাই বৃষ্টিকে উপেক্ষা করে রাস্তাতেই গানে-স্লোগানে দিন কাটছে তাঁদের।

#WATCH | Chandigarh: PGIMER (Post Graduate Institute of Medical Education and Research) doctors form a human chain as a protest against Kolkata's RG Kar rape-murder incident pic.twitter.com/zU3hTc2G9d