নয়াদিল্লিঃ আর জি কর কাণ্ডের(RG Kar Case) পরই বারবার জোড়াল হয়েছে বাংলায় মহিলাদের নিরাপত্তার(Security) প্রশ্ন। যেখানে নিজের কর্মক্ষেত্রে এভাবে ধর্ষিতা(Raped) হয়ে খুন হতে হয় চিকিৎসককে(Doctor) তাহলে মহিলারা কোথায় নিরাপদ? প্রশ্ন উঠতে থাকে বিভিন্ন মহলে। কর্মক্ষেত্রে নিরাপত্তার দাবিতে পথে নামেন চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা। এরপরই তড়িঘড়ি রাজ্য সরকার(State Government) মহিলাদের নিরাপত্তা সংক্রান্ত কিছু নীতি সামনে আনে। এই নীতিতে মহিলাদের যতটা সম্ভব নাইট ডিউটি কমিয়ে দেওয়ার কথা জানায় নবান্ন। মঙ্গলবার, সুপ্রিম কোর্টে(Supreme Court) আর জি কর মামলার(RG Kar Case Hearing) শুনানি চলাকালীন রাজ্য সরকারের এই নীতি শুনে কার্যত হতবাক প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। এ দিন ‘ডক্টরস ফর পেশেন্টস’ নামক ট্রাস্টের তরফ থেকে এক আইনজীবী জানান, রাজ্য সরকারের নীতিতে বলা হয়েছে, মহিলারা ১২ ঘণ্টার বেশি ডিউটি করবেন না। প্রয়োজনে মহিলাদের নাইট ডিউটি থেকে বাদ রাখা হবে। রাজ্য সরকারের এই সিদ্ধান্ত শুনে বিস্ময় প্রকাশ করেন প্রধান বিচারপতি। তিনি বলেন, "সরকার কীভাবে বলতে পারে মহিলারা নাইট ডিউটি করবেন না? মহিলারা বাড়তি কোনও সুবিধা চান না, তাঁরা নিরাপত্তা চান। রাজ্য সরকারকে সেই দায়িত্ব নিতে হবে।" এই ব্যাপারে সরকার পক্ষের আইনজীবী কপিল সিব্বলকে বাড়তি নজর দিতে বলেন তিনি।
The Supreme Court on Tuesday (September 17) expressed disapproval of a notification issued by the West Bengal Government which stated that night duty should be avoided for female doctors. The notification was issued to the "safety of women doctors" in the wake of the rape and… pic.twitter.com/bs75fguwuf
— Live Law (@LiveLawIndia) September 17, 2024