নয়াদিল্লিঃ আর জি কর কাণ্ডে(RG Kar Case) শুরু থেকেই প্রশাসনকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে নির্যাতিতার পরিবার। মেয়ের মৃত্যুর পর প্রশাসনের ভূমিকা নিয়ে কার্যত ক্ষুব্ধ তরুণী চিকিৎসকের বাবা। ১২ সেপ্টেম্বর সিবিআইকে(CBI) চিঠি দিয়েছলেন নির্যাতিতার বাবা। আর সেই চিঠিই তদন্তের মোড় ঘুরিয়ে দিতে পারে বলে মন্তব্য করেন সুপ্রিম কোর্টের(Supreme Court) প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়(DY Chandrachud)। নির্যাতিতার বাবার এই চিঠিকে গুরুত্ব সহকারে দেখার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। এদিন ডি ওয়াই চন্দ্রচূড় বলেন, "নির্যাতিতার বাবার চিঠিতে গুরুত্বপূর্ণ লিড রয়েছে। তা খতিয়ে দেখা হোক। একইভাবে যদি কোনও ইনপুট ডাক্তাররা দিতে চান তাও খতিয়ে দেখবে সিবিআই।" প্রসঙ্গত, এই ঘটনার পরই প্রশাসনের ভূমিকা নিয়ে একাধিক বার মুখ খুলেছেন নির্যাতিতার বাবা। তাঁর কথায় বারবার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। তাঁর অভিযোগ, "মেয়ের দেহ তড়িঘড়ি করে দাহ করানো হয়। পুলিশ আমাদের ঘিরে রেখেছিল। হাসপাতালে আমাদের ৩ ঘণ্টা বসিয়ে রাখা হয়,আমার মেয়ের মুখটা পর্যন্ত দেখতে দেওয়া হয়নি। পুলিশের হাতেপায়ে ধরতে বাধ্য হই।" তিনি আরও বলেন, "প্রথমে পুলিশি তদন্তে বিশ্বাস রেখেছিলাম। মুখ্যমন্ত্রী নিজে আমার বাড়িতে এসেছিলেন। তবে পুলিশি তদন্ত সেভাবে এগোয়নি।" এরপর সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সংস্থার হাতে তদন্তভার তুলে দিলে সবটা জানিয়ে সিবিআইকে চিঠি দেনে নির্যাতিতার বাবা।
নির্যাতিতার বাবার চিঠিতে বড় লিড
#RGKar Victim's Father Writes To Supreme Court, CJI Chandrachud Directs CBI To Address Issues Flagged In Letter@nupurdogra https://t.co/FjamlG8zhQ
— ABP LIVE (@abplive) September 17, 2024