নয়াদিল্লিঃ বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন ডিজিপির রক্তাক্ত দেহ (Deadbody)। প্রাক্তন ডিজিপির নাম ওম প্রকাশ (DGP Om Prakash)। তাঁর পেটে ও বুকে একাধিক আঘাতের চিহ্ন মিলেছে। ইতিমধ্যেই দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। জানা গিয়েছে, এদিন ওই ঘটনা ঘটার সময় বাড়িতে ছিলেন ওম প্রকাশের স্ত্রী পল্লবী, মেয়ে এবং পরিবারের এক এক সদস্য। তাঁদের তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। খুনের মামলা দায়ের করেছেন মৃত ডিজিপির পুত্র।
প্রাক্তন পুলিশকর্তার রহস্যমৃত্যু, শুরু তদন্ত
সূত্রের খবর, স্ত্রীর সঙ্গে সুসম্পর্ক ছিল না ওম প্রকাশের। প্রায়ই তাঁদের মধ্যে ঝামেলা হত। এই খুনের পিছনে কী রহস্য রয়েছে তা খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ। এই মৃত্যুর পিছনে পরিবারের হাত রয়েছে বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। প্রসঙ্গত, ১৯৮১ ব্যাচের আইপিএস অফিসার ছিলেন ওম প্রকাশ। ২০১৫ সালে কর্নাটকের ডিজিপি পদে যোগ দেন। কর্মজীবন থেকে অবসরের পর বেঙ্গালুরুতেই পরিবার নিয়ে থাকতেন তিনি। তিনতলা বাড়ির নিচের ঘরে থাকতেন তিনি। সেখান থেকেই উদ্ধার হয় তাঁর দেহে। পুলিশ জানিয়েছে, মৃতদেহের পাশ থেকে চাপ চাপ রক্ত উদ্ধার হয়। কোনও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে বলে অনুমান পুলিশের। ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে প্রাক্তন পুলিশকর্তার দেহ। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে কিছুটা স্পষ্ট ধারণা করা যাবে।
নিজের বাড়িতেই খুন প্রাক্তন ডিজিপি, সন্দেহের তীর পরিবারের দিকে
🚨 🚨 #BreakingNews Former Karnataka DGP Om Prakash found dead under mysterious circumstances https://t.co/QfWVaiRWCH
Retired Karnataka DGP Om Prakash was found dead at his Bengaluru residence under suspicious circumstances, with his body discovered with injuries. His spouse,…
— Instant News ™ (@InstaBharat) April 20, 2025