নালন্দা: ফের মুখ খুলে রাখা একটি গভীর কুয়োর (borewell) মধ্যে পড়ে গেল (fell) শিশু (Child)। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাকে কুয়ো থেকে বের করে আনার জন্য আপ্রাণ চেষ্টা করছেন পুলিশ (Police) ও জেলা প্রশাসনের আধিকারিকরা (district administration officials)। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বিহারের (Bihar) নালন্দা (Nalanda) জেলার কুল গ্রামে (Kul village)।
দেখুন ভিডিয়ো:
#WATCH | Bihar: A child fell into a borewell in Kul village of Nalanda. A rescue operation is underway. pic.twitter.com/yWpgYlpV4E
— ANI (@ANI) July 23, 2023
এপ্রসঙ্গে নালন্দার সিলওয়ার সার্কেল অফিসার শম্ভু মণ্ডল বলেন, "আমরা খবর পাই একটি শিশু কুয়োর মধ্যে পড়ে গেছে। এরপরই ঘটনাস্থলে পৌঁছে আমাদের সর্বশক্তি দিয়ে ওই শিশুকে উদ্ধার করার চেষ্টা করছি আমরা। এনডিআরএফ (Kul village) ও উদ্ধারকারী দলের (rescue team) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে হাত লাগিয়েছেন। ওই শিশুটি এখনও বেঁচে (alive) আছে। আমরা তার গলার আওয়াজ শুনতে পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ ও জেলা প্রশাসনের আধিকারিকরাও উপস্থিত আছেন।" আরও পড়ুন: Tamil Nadu: রামালিঙ্গম খুনের মামলায় তামিলনাড়ুর ২১ জায়গায় তল্লাশি
দেখুন ভিডিয়ো:
#WATCH | Nalanda, Bihar: "We received information that a child fell into a borewell...We are trying our best to rescue the child. NDRF & rescue team will be reaching the spot. The child is still alive, we can hear his voice...," says Silwa, Circle Officer, Shambhu Mandal. pic.twitter.com/iPgAqEWTeC
— ANI (@ANI) July 23, 2023
#WATCH | Rescue operation underway to rescue a child who fell into a borewell in Kul village of Nalanda, Bihar.
Police and district administration officials are present on the spot. pic.twitter.com/7kVAmebCWd
— ANI (@ANI) July 23, 2023