রামালিঙ্গম নামের এক ব্যক্তির খুনের কিনারা করতে রবিবার তামিলনাড়ুর ২১ জায়গায় তল্লাশি চালাল এনআইএ। ধর্ম পরিবর্তন সংক্রান্ত কোন একটি বিষয় নিয়ে পুপলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার নেতার বিরোধীতা করার পরে ২০১৯ সালে খুন হয়ে যান রামালিঙ্গম।
সূত্র থেকে জানা গেছে নিষিদ্ধ পিএফআই সংগঠনের বেশ কিছু সদস্যের বাড়িতে তল্লাশি চালানো হয়। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২০২১ সালে ২ অগাস্ট গ্রেফতার করা হয় রহমান সাদিক নামের এক ব্যক্তিকে।
এনআইএর তরফে ৭ মার্চ ,২০১৯ তারিখে পুনরায় মামলা দায়ের করা হয়। তদন্তের দায়িত্বও নেয় এনআইএ। এবং ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করে তদন্তকারী সংস্থা।
ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার কারণে প্রতিশোধবশত রামালিঙ্গমে হাত কেটে নেয় রহমান সাদিক।সে এবং তার সহযোগীরা এর জন্য অস্ত্র, গাড়ি এবং লুকোনোর জায়গা প্রস্তুত করে রাখে। রামালিঙ্গমকে খুনের পর রহমান সাদিক তামিল নাড়ু এবং অন্ধ্রপ্রদেশের বিভিন্ন জায়গায় লুকোতে থাকে। তাকে ধরার জন্য ৫ লক্ষ টাকার পুরষ্কার ঘোষণা করে এনআইএ। এছাড়া এনআইএ কোর্টের তরফে তাকে ঘোষিত অপরাধী হিসেবে ঘোষণা করা হয়।
2019 Ramalingam murder case: NIA conducts searches at 21 places in 9 districts of Tamil Nadu
Read @ANI Story | https://t.co/1fKJndoiN7#RamalingamMurder #NIA #TamilNadu pic.twitter.com/BV5DpLoPSO
— ANI Digital (@ani_digital) July 23, 2023