বিকাশ খানচন্দনি (Photo: Twitter)

মুম্বই, ১৩ ডিসেম্বর: টিআরপি কারচুপি মামলায় (TRP Manipulation Case) গ্রেপ্তার রিপাবলিক মিডিয়া নেটওয়ার্কের (Republic Media Network) সিইও বিকাশ খানচন্দনি (Vikas Khanchandani)। আগামীকালই তাঁর আগাম জামিনের শুনানি ছিল। তার আগেই রবিবার ভোরে মুম্বই পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। এনিয়ে টিআরপি কারচুপি মামলায় এখনও পর্যন্ত ১৩ জনকে গ্রেপ্তার করল মুম্বই পুলিশ।

রিপাবলিক মিডিয়া এবং এর কর্মীদের সুরক্ষা চেয়ে এআরজি আউটলার মিডিয়া প্রাইভেট লিমিটেড সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েছেন। সেই আর্জি এক সপ্তাহ আগেই সুপ্রিম কোর্ট খারিজ করে দেয়। বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, "এই আবেদনটি স্বভাবসুলভ উচ্চাকাঙ্ক্ষী। আপনারা চান মহারাষ্ট্র পুলিশ কোনও কর্মচারীকে গ্রেপ্তার না করে মামলাগুলি সিবিআইয়ের কাছে পাঠিয়ে দিক। তার চেয়ে আপনারা এই আবেদন ফিরিয়ে নিন।" আরও পড়ুন: Arnab Goswami Granted Bail: সাংবাদিক অর্ণব গোস্বামীকে অন্তর্বর্তীকালীন জামিন সুপ্রিম কোর্টের

টিআরপি (TRP) বিতর্কের জন্য তিনমাস টিভি নিউজ চ্যানেলগুলির সাপ্তাহিক রেটিং দেওয়া স্থগিত রাখছে ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল (BARC)। একটি ঘোষণায় বিএআরসি বলেছে যে তারা পরিমাপ ও ডেটা রিপোর্টিংয়ের বর্তমান মানদণ্ডগুলি পর্যালোচনা করবে ও বাড়াবে। যদিও সংস্থাটি বলেছে যে রাষ্ট্র ও ভাষা অনুসারে নিউজের জন্য সাপ্তাহিক অডিয়েন্স এস্টিমেট প্রকাশ অব্যাহত রাখবে। নিউজ ব্রডকাস্টার্স অ্যাসোসিয়েশন (NBA) এই সিদ্ধান্ত স্বাগত জানিয়েছে।