জিও মার্ট (Photo: Twitter)

মুম্বই, ২৪ মে: আজ থেকে যাত্রা শুরু করল রিলায়েন্স (Reliance) লিমিটেডের ই-কমার্স প্ল্যাটফর্ম জিও মার্ট (Jio Mart)। জিও মার্ট থেকে মুদিখানা (Grocery) এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারা যাবে। আর এই প্ল্যাটফর্ম আমাজন, ফিল্পকার্টের মতো সংস্থাকে কড়া টক্কর দেবে বলে মনে করা হচ্ছে। প্রাথমিক ভাবে সারা দেশের ২০০টি শহরে জিও মার্ট পরিষেবা দেবে। শনিবার গভীর রাতে টুইটা করে একথা জানিয়েছেন সংস্থার চিফ এক্সিকিউটিভ দামোদর মাল।

কী কী পাওয়া যাবে: তাজা ফলমূল এবং শাকসবজি, চাল, ডাল, তেল, প্যাকেটজাত খাবার, দুগ্ধজাতীয় দ্রব্য, পোষ্যের খাবার, গৃহস্থালি পরিষ্কারের আইটেম এবং ব্যক্তিগত যাবতীয় পণ্য পাবেন জিও মার্ট স্টোরে। আরও পড়ুন: OnePlus 8 5G Smartphone: কাল থেকে ভারতে বিক্রি শুরু হচ্ছে OnePlus 8 5G স্মার্টফোন, কোথায় কিনবেন জানুন

জিও মার্ট থেকে কেনাকাটা শুরু করতে আপনকে jiomart.com ওয়েবসাইটে যেতে হবে। কিন্তু, আপনার এলাকায় পরিষেবা শুরু হয়েছে কি না তা জানবেন কেমন করে? প্রথমে আপনার পিন কোড ওয়েব সাইটে নথিভুক্ত করতে হবে। এরপরই আপনাকে জানিয়ে দেওয়া হবে পরিষেবা আপনার এলাকায় পাওয়া যাচ্ছে কি না।