নতুন দিল্লি, ২০ মার্চ: টিকা সংক্রান্ত জাতীয় প্রযুক্তিগত উপদেষ্টা গ্রুপ (NTAGI) কোভিশিল্ড টিকার (Covishield Vaccine) প্রথম এবং দ্বিতীয় ডোজের মধ্যে ব্যবধান কমিয়ে ৮ থেকে ১৬ সপ্তাহ করার সুপারিশ করেছে। ওমিক্রন (Omicron) প্রজাতির সংক্রমণের পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত বলে একটি সূত্র জানিয়েছে। বর্তমানে, প্রথম ডোজ দেওয়ার ১২-১৬ সপ্তাহ পরে কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে। ওমিক্রনের কারণে বিশ্বের অনেক দেশই প্রথম ও দ্বিতীয় ডোজের মধ্যে ব্যবধান কমিয়েছে।
গত বছরের ৩১ মে কোভিশিল্ড টিকার প্রথম এবং দ্বিতীয় ডোজের মধ্যে ব্যবধান ৬-৮ সপ্তাহ থেকে বাড়িয়ে ১২-১৬ সপ্তাহে করেছিল সরকার। সুপারিশের ভিত্তিতে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক এই বিষয়ে নির্দেশিকা জারি করে। আরও পড়ুন: Telangana: স্ত্রী মাটন রান্না করেনি, পুলিশের ১০০ নম্বরে ফোন করে অভিযোগ জানালেন মত্ত ব্যক্তি!
তবে, ভারতে কোভিড সংক্রমণ নিম্নগামী। রবিবার দেশব্যাপী করোনাভাইরাসে (Covid-19) আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭৬১ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ১২৭ জনের। দেশে বর্তমানে চিকিৎসা চলছে মাত্র ২৬ হাজার ২৪০ জনের।