বিজনৌর, ৪ মে: বিয়ে ঠিক হয়ে আছে দীর্ঘদিন। এদিক মারণ ভাইরাসের গেরোয় সেই বিয়ে প্রায় বন্ধ হতে বসেছে। যতই বিপদ মাথায় উঠুক বিয়ে বন্ধ হবে না, এমনটাই সিদ্ধান্ত নিয়েছিল বর ও কনের পরিবার। এদিকে কপাল দোষে বরের এলাকা রেড জোন আর কনের এলাকা গ্রিন জোন। পুলিশ কিছুতেই বরযাত্রী সমেত বরকে গ্রিন জোনে প্রবেশ করতে দেবে না। তবে তাই বলে তো বিয়ে বন্ধ হয়ে যেতে পারে না। তাই দুই রাজ্যের সীমান্তে বসল বিয়ের আসর (Lockdown Marriage)। বর কনের পরিবারের পাশাপাশি পুলিশকর্মীরাও সেখানে উপস্থিত থেকে বিবাহ অনুষ্ঠানে শরিক হলেন। একই সঙ্গে কোনওভাবে যেন সামাজিক দূরত্ব লঙ্ঘন না হয় তাও নিশ্চিত করলেন।
জানা গিয়েছে, বরের বাড়ি উত্তরপ্রদেশের রেড জোনে। আর কনের বাড়ি উত্তরাখণ্ডের গ্রিন জোনে। শনিবার বিয়ে উপলক্ষে জেলা শাসকের থেকে অনুমতি পত্র নিয়ে কনের বাড়ির উদ্দেশে রওনা দেন বর। কিন্তু বিজনৌর সীমান্ত আসতেই পুলিশ বরের গাড়ির পথ রোধ করে। জানানো হয় বরও তাঁর পরিবারের লোকজন সীমান্ত টপকে যেতে পারবেন না। কারণ ওই এলাকা বন্ধ আছে। আর নিয়ম বলছে, রেড জোনের বাসিন্দারা গ্রিন জোনে যেতে পারেন না। প্রায় সঙ্গে সঙ্গেই নতুন পরিকল্পনা ছকা হয়। খবর পেয়েই উত্তরাখণ্ড সীমান্তে কনেকে নিয়ে চলে আসেন পরিবারের সদস্যরা। পরিবার সমেত সেখানে পৌঁছে যান বরও। সঙ্গে ছিলেন পুরোহিত। দুই রাজ্যের সীমানাতেই চারহাত এক করে দেন পুরোহিত। হয়ে যায় বিয়ে। আরও পড়ুন- Sonia Gandhi: ভিনরাজ্যে আটকে পড়া শ্রমিকদের ট্রেনভাড়া মেটাবে কংগ্রেস, চিঠিতে কেন্দ্রকে কটাক্ষ সনিয়া গান্ধীর
উল্লেখ্য, উত্তরপ্রদেশের বিজনৌর জেলায় একসঙ্গে ৩১ জনের শরীরে করোনভাইরাস পজিটিভ মিলতেই ওই এলাকাকে রেড জোন ঘোষণা করা হয়েছে। সম্প্রতি মধ্যপ্রদেশের বর কনের বিয়ে হল অভিনব উপায়ে। রাজ্যের ধর এলাকায় বসেছিল বিবাহ বাসর। সেখানে সংক্রমমে এড়াতে লাঠির ডগায় মালা গলিয়েই বর কনে মালাবদল সারলেন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে লকডাউন চলছে। এই পরিস্থিতিতে প্রচুর বিয়ে বাতিল হয়েছে। তবে এর মধ্যেও কিছু পরিবার বিয়ের সিদ্ধান্ত থেকে সরে আসেনি। তবে সাড়ম্বরে অনুষ্ঠান না হলেও নমো নমো করে পরিবারের কয়েকজনকে নিয়ে বিয়ে সম্পন্ন হয়েছে।