দিল্লি, ১০ জুন: রিয়াসিতে (Reasi) জঙ্গি হামলার জেরে আতঙ্কে ফের কেঁপে ওঠে জম্মু কাশ্মীর (Jammu And Kashmir)। রিয়াসির জঙ্গি হামলায় জড়িত ২ পাকিস্তানি। পাক সন্ত্রাসবাদীরাই রিয়াসিতে হামলা চালায় বলে সূত্রের খবর। জানা যাচ্ছে, রবিবার সন্ধ্যায় পাহাড়ি গুহা থেকে বেরিয়ে এসে হামলা চালায় জঙ্গিরা। শুধু তাই নয়, সম্প্রতি বায়ুসেনার গাড়িতে যে দলটি হামলা চালায়, রিয়াসির ঘটনাতেও তাদের যোগ রয়েছে বলে খবর।
দেখুন ট্যুইট....
Big Input on #Reasi Terror Attack: '2 Pak terrorists behind the attack'.
- 'Same group behind IAF ambush'.
- SOURCES: Terrorists operating from caves.
Meanwhile, #TIMESNOW accesses first visuals of suspects - #WATCH@DeepDuttaJourno shares more details with @anchoramitaw pic.twitter.com/G1bAk02Gh0
— TIMES NOW (@TimesNow) June 10, 2024
কাটারায় শিব কোহরিতে যাওয়ার সময় তীর্থযাত্রীদের একটি বাস লক্ষ্য করে গুলি চালানো হয়। প্রকাশ্যে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। প্রকাশ্যে গুলি চালানোর জেরে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ঘটনার আকষ্মিকতায় প্রত্যেকে ঘাবড়ে যান। জঙ্গিদের গুলির জেরে ঘটনাস্থলেই এরপর ১০ জনের মৃত্যু হয়। পুলিশ সঙ্গে সঙ্গে উদ্ধার কাজ শুরু করে। আহতদের নিয়ে ভর্তি করা হয় হাসপাতালে।