দিল্লি, ১০ জুন: নরেন্দ্র মোদীর (Narendra Modi) শপথগ্রহণের অনুষ্ঠানের সন্ধ্যাতেই জঙ্গি হামলা হয় জম্মু কাশ্মীরের রিয়াসিতে (Reasi) । জম্মু কাশ্মীরের রিয়াসিতে জঙ্গি হামলার পর মুখে খোলেন কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠওয়ালে। নরেন্দ্র মোদীর শপথগ্রহণের অনুষ্ঠানের পর ভয় ধরাতে ইচ্ছাকৃতভাবে রিয়াসিতে হামলা চালানো হয় মন্তব্য করেন রামদাস। এই ধরনের হামলার ঘটনা অব্যাহত থাকলে, পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার কথা ভাবতে হবে বলেও মন্তব্য করেন কেন্দ্রীয় মন্ত্রী।
রামদাস আঠওয়ালে আরও বলেন, জম্মু কাশ্মীরে একদিন না একদিন সন্ত্রাসবাদ শেষ হবে বলে তিনি বিশ্বাস করেন। পাশাপাশি নরেন্দ্র মোদী যখন তৃতীয়বারের জন্য টানা প্রধানমন্ত্রীর পদে শপথ নিচ্ছেন, তখন দেশের মানুষের মনে ভয় ধরাতে ইচ্ছাকৃতভাবে রিয়াসিতে হামলা চালানো হয় বলে কেন্দ্রীয় মন্ত্রীর মন্তব্য। এই ধরনের হামলার ঘটনা অব্যাহত থাকলে, পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা জন্য বাধ্য হবেন বলে কেন্দ্রীয় মন্ত্রীর মন্তব্য। সেই সঙ্গে পাকিস্তান অধিকৃত কাশ্মীর থেকে বহু জঙ্গি ভারতে প্রবেশ করেছে বলেও পড়শি দেশের বিরুদ্ধে তোপ দাগেন মোদী মন্ত্রিসভার এই সদস্য।