জম্মু: ২০১৯ সালের ৫ অগস্ট জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিলকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দায়ের করা হয়েছিল একাধিক জনস্বার্থ মামলা। উপত্যকা থেকে ৩৭০ ধারা (Article 370) বাতিলকে চ্যালেঞ্জ করে আবেদনের জবাবে কেন্দ্রের পক্ষে আজ (বৃহস্পতিবার) একটি বিবৃতি দেওয়া হয়েছে। সলিসিটর জেনারেল তুষার মেহতা, কেন্দ্রের পক্ষে উপস্থিত হয়ে সুপ্রিম কোর্টকে জানিয়েছেন, এখন যে কোনো সময় জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir) নির্বাচনের (Elections) জন্য প্রস্তুত কেন্দ্র। সুপ্রিম কোর্টকে আরও জানিয়েছেন, তিনটি পর্যায়ে নির্বাচন হওয়ার কথা। প্রথমবার চালু হল ত্রিস্তরীয় পঞ্চায়েত রাজ ব্যবস্থা। প্রথমত, পঞ্চায়েতের জন্য নির্বাচন হবে। লেহ পার্বত্য উন্নয়ন পরিষদের নির্বাচন শেষ হয়েছে এবং কার্গিলে সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে। পঞ্চায়েত এবং পৌরসভা নির্বাচনের পরে বিধানসভা নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। আরও পড়ুন : Breaking: সুপ্রিম কোর্টের জাল ওয়েবসাইট তৈরি করা হয়েছে, পাবলিক অ্যালার্ট জারি করল সুপ্রিম কোর্ট রেজিস্ট্রি (দেখুন টুইট)
দেখুন টুইট :
Petitions challenging the abrogation of Article 370 in SC | Solicitor General Tushar Mehta, appearing for Centre, tells Supreme Court that it is ready for elections in Jammu and Kashmir at any time now. pic.twitter.com/mhiqqWPBbf
— ANI (@ANI) August 31, 2023