জয়পুর: বিধানসভা নির্বাচনের টিকিট বণ্টন নিয়ে অখুশি মনোভাব বিজেপির অন্দরমহলে। আর তাকে কেন্দ্র করেই বিক্ষোভ দেখালেন কর্মী-সমর্থকরা। আগামী মাসে রাজস্থানে বিধানসভা নির্বাচন রয়েছে। দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। প্রস্তুতি এখন জোর কদমে চলছে। ২০০ আসন বিশিষ্ট রাজস্থান বিধানসভার নির্বাচন হবে আগামী ২৫ নভেম্বর। সেই পরিপ্রেক্ষিতে রাজ্যের শাসক দল কংগ্রেস এবং প্রধান বিরোধী দল বিজেপির প্রার্থীদের নাম ঘোষণা চলছে। ২০১৩ সালে কংগ্রেসকে পরাজিত করে রাজ্যের বিধানসভা দখল করেছিল বিজেপি, তারপর ২০১৮ সালে ফের ক্ষমতায় ফিরেছে কংগ্রেস।
উল্লেখযোগ্য বিষয় হলো, ১৯৯৩ সাল থেকে রাজ্যে যতবার বিধানসভা নির্বাচন হয়েছে, ততবারই ক্ষমতা বদল করেছে রাজস্থানের জনগণ। পুরনো রেকর্ডের উপর ভরসা রেখে বিজেপি এখন আগামী বিধানসভা নির্বাচনে জয়ের স্বপ্ন দেখছে। কিন্তু আগামী মাসে বিধানসভা নির্বাচনের টিকিট বণ্টনকে কেন্দ্র করে বিজেপি কর্মী-সমর্থকরা খুশি নয় একেবারেই। রবিবার জয়পুরে দলীয় কার্যালয়ের বাইরে বিক্ষোভ প্রদর্শন করে বিজেপি কর্মী-সমর্থকরা।
দেখুন ভিডিও
#WATCH | 'Unhappy' over the distribution of tickets for the Rajasthan Assembly elections, BJP workers staged a demonstration outside the party office in Jaipur pic.twitter.com/56xT8F6OQQ
— ANI (@ANI) October 22, 2023