Photo ANI

সরকারী কর্মচারী হিসেবে তাকে পাঠানো হয়েছিল জমিতে নাড়া পোড়ানো বন্ধ করার জন্য। কিন্তু হল তার উল্টোটা। ওই আধিকারিককে দিয়েই নাড়া পোড়ানো কাজ শুরু করল বেশ কিছু কৃষক। ভাইরাল এই ভিডিওটি পাঞ্জাবের ভাতিন্ডায়। ঘটনার জেরে দায়ের করা হয়েছে এফআইআর।

ঘটনাটির ভিডিও পোস্ট করেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান। ভাতিন্ডা পুলিশ সুপার জানিয়েছেন যে ঘটনাটি মেহমা সিরজা গ্রামের কাছে নাহিয়ান পুলিশ স্টেশনের কাছে ঘটেছে। পাঞ্জাব ও হরিয়ানার বিস্তীর্ণ এলাকা জুড়ে নাড়া পোড়ানোর ঘটনা প্রায়শই দেখা যায়।

নাড়া পোড়ানোর কারণে তা থেকে উৎপন্ন আগুন এবং ধোয়া পরিবেশ দূষেণের কারন হয়ে ওঠে। ধান বা গমের অবশিষ্টাংশতে আগুন ধরিয়ে দেওয়া হয় যার কারণে দেশের বিভিন্ন স্থানে পরিবেশ দূষণের অন্যতম কারণ হয়ে দাড়াচ্ছে।

সম্প্রতি পরিবেশ দূষণের কারণে কুয়াশার মত সাদা চাদরে ঢেকেছে দিল্লি। বাতাসের দূষিত পদার্থের পরিমান কমাতে ব্যবহত হচ্ছে জলের স্প্রে।পার্শ্ববর্তী রাজ্য হওয়ায় পাঞ্জাবের এই নাড়া পোড়ানোর কারণে সমস্যা পাশের রাজ্য দিল্লিতেও দেখা যাচ্ছে।