ভুবনেশ্বর, ১৯ জুন: রথ যাত্রা ২০জুন। রথ যাত্রা উপলক্ষ্যে চলতি বছর প্রায় ২৫ লক্ষ মানুষের সমাগম হবে বলে মনে করা হচ্ছে। প্রত্যেক বছরের মত এবারও রথ যাত্রা নিয়ে মানুষের উত্তেজনা যখন তুঙ্গে, সেই সময় তীব্র দাহবদাহ পরিস্থিতিতে কীভাবে সবকিছু সম্পন্ন করা যায়, তা কার্যচ চ্যালেঞ্জ ওড়িশা প্রশাসনের কাছে। যে দাবদাহ চলছে ওড়িশায়, তাতে কেউ যাতে জগন্নাথের রথের রশিতে টান দিতে গিয়ে অসুস্থ হয়ে না পাড়েন, সেদিকে খেয়াল রাখা হচ্ছে। ফলে রথ যাত্রা উপলক্ষে প্রায় ২৫ লক্ষ জলের বোতলের ব্যবস্থা করা হয়েছে ওড়িশা প্রশাসনের তরফে। পুরীর গ্র্যান্ড রোড থেকে সমুদ্র সৈকত পর্যন্ত ভলান্টিয়াররা যাতে সাধারণ মানুষকে জলের বোতল বিতরণ করেন, সেদিকে নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে।
রথ যাত্রায় হাজির তীর্থযাত্রীদের যাতে প্রচণ্ড গরমে জলের কষ্ট পেতে না হয়, তার জন্য ২৫ লক্ষ জলের বোতলের ব্যবস্থা করা হয়েছে বলে খবর। সেই সঙ্গে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে। কেউ গরমে অসুস্থ হয়ে পড়লে অ্যাম্বুলেন্সে করে যাতে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া যায়, সেই ব্যবস্থা করা হয়ছে। জানা যাচ্ছে, ৭২টি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে।
গ্রিন করিডর দিয়ে যাতে অসুস্থদের হাসপাতালে নিয়ে যাওয়া যায়, সেই ব্যবস্থা করা হয়েছে বলে খবর। সেই সঙ্গে প্রচণ্ড গরমে তীর্থযাত্রীদের পা যাতে পুড়ে না যায়, তার জন্য জল ছিটানোর ব্যবস্থা করা হচ্ছে।