নয়াদিল্লিঃ রামমন্দিরে(Ram Mandir) রক্তগঙ্গা বইয়ে দেওয়ার হুমকি(Threats) খলিস্তানি জঙ্গিদের(Khalistani Terrorist)। মঙ্গলবার ভিডিয়ো(Video) বার্তার মাধ্যমে হুমকি দেন খালিস্তানি জঙ্গি নেতা গুরপাতওয়ান্ত সিং পান্নুন। আর এরপরই ঝুঁকি এড়াতে কঠোর হল অযোধ্যার(Ayodhya) রামমন্দিরের নিরাপত্তা।মোতায়েন করা হয়েছে অ্যান্টি-টেররিস্ট স্কোয়াড। সিসিটিভি(CCTV) দিয়ে চলছে নজরদারি। ব্যবহার করা হচ্ছে ড্রোন ক্যামেরাও। এ ছাড়া অযোধ্যা জুড়ে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয়বাহিনী। মঙ্গলবার, নিষিদ্ধ সংগঠন 'শিখস ফর জাস্টিস'-এর প্রতিষ্ঠাতা গুরুপাতওয়ান্ত সিং পান্নুন একটি ভিডিয়োতে বলেন, "আগামী ১৬-১৭ নভেম্বর রাম মন্দিরে রক্ত ঝরবে।" আর এই হুমকিতেই ছড়িয়েছে চাঞ্চল্য। প্রসঙ্গত,আগামী ১৮ নভেম্বর রাম মন্দিরে রয়েছে ‘রাম বিবাহ’ উৎসব। এই অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। স্বাভাবিকভাবেই এই হুমকি পাওয়ার প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ। ভীত সাধারণ মানুষও। যদিও যে কোনও জঙ্গি হামলা মোকাবিলা করতে তৎপর প্রশাসন। সতর্ক করা হয়েছে বম্ব ডিসপোজাল স্কোয়াড এবং গোয়েন্দা বাহিনীকে।
রাম মন্দিরে রক্তগঙ্গা বইয়ে দেওয়ার হুমকি, অযোধ্যায় কঠোর হল নিরাপত্তা
Ram Mandir security tightened as Pannun threatens to attack temple https://t.co/fcs2c6QvH7 Get prepared to be taught a lesson from USA, which was supporting till now.
— murthy (@friend03481) November 13, 2024