নিত্য গোপাল দাস (Photo Credits: ANI)

লখনউ, ১৩ আগস্ট: এবার করোনাভাইরাস পজিটিভ রাম জন্মভূমি ট্রাস্টের প্রধান মহান্ত নিত্য গোপাল দাস (Mahant Nritya Gopal Das)। বৃহস্পতিবার তাঁর করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। গত সপ্তাহে তিনি অযোধ্যার রাম মন্দিরের ভূমি পুজোর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেই ছিলেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সচিবালয় সূত্রের খবর, নিত্য গোপাল দাসের করোনা আক্রান্তের খবর পেয়েই তাঁর স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন যোগী। ইতিমধ্যেই নিত্য গোপাল দাসের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করতে মথুরার জেলাশাসক ও মেদান্ত হাসপাতালের চিকিৎসক ডাক্তার ত্রেহানেরর সঙ্গে কথা বলেছেন তিনি। বার বার অনুরোধ করেছেন যাতে রাম জন্মভূমি ট্রাস্টের প্রধানের জন্য প্রয়োজনীয় চিকিৎসার বন্দোবস্ত করা যায়। গত ৫ আগস্ট অযোধ্যায় রাম মন্দিরের শিলান্যাস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান মঞ্চে যে পাঁচজন ছিলেন তাঁদের মধ্যেই একজন নিত্য গোপাল দাস। আরও পড়ুন-Javed Miandad: ‘পাকিস্তান ক্রিকেটকে ধ্বংস করছেন ইমরান খান, যেন ঈশ্বর হয়ে বসেছেন’, মুখ খুললেন জাভেদ মিয়াঁদাদ

নিত্য গোপাল দাস ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদ ছাড়া ওই মঞ্চে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজ্যপাল আনন্দিবেন প্যাটেল ও আরএসএস প্রধান মোহন ভাগবত। মহা ধূমধাম করে অযোধ্যায় সম্পন্ন হয় রাম মন্দিরের ভূমিপুজো। নেতৃত্বে ছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই ঘটনার পরপরই রাম ভক্তদের মধ্যে প্রশ্ন জেগেছিল, কবে শুরু হবে রাম মন্দিরের নির্মাণ? বুধবার সেই তথ্যও জানিয়ে দেয় রাম মন্দিরের জন্যে গঠিত ট্রাস্ট। রাম মন্দির তীর্থক্ষেত্র ট্রাস্টের তরফে বুধবার টুইট করে জানানো হয় সেই কথা। আর সেই জন্যে ভক্তদের কাছে আবেদনও জানানো হয়েছে ট্রাস্টের পক্ষ থেকে। এদিকে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কার কথা তুলে ধরে রাম মন্দিরে জাঁকজমকপূর্ণ ভূমি পুজোর অনুষ্ঠানের আয়োজন নিয়ে প্রশ্ন তুলেছিল বিরোধীরা। তৃণমূল তো বলেই দিয়েছিল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগে করোনা সামলে পরে অযোধ্যায় ভূমিপুজো করতে পারতেন। যদিও মন্দির নির্মাণ কর্তৃপক্ষের দাবি ছিল, করোনাভাইরাসের পরিস্থিতিতে যথাসম্ভব স্বাস্থ্যবিধি মেনে ঘণ্টা দু'য়েকের অনুষ্ঠান হচ্ছে।

এএনআই টুইট

উল্লেখ্য, দেখতে কেমন হবে রাম মন্দির, কত খরচ হবে নির্মাণে, তা নিয়েও ভক্তদের মধ্যে উৎসাহের অন্ত নেই। প্রথমে আকারে ছোট করে হওয়ার কথা থাকলেও সুপ্রিম কোর্টের 'ঐতিহাসিক' রায়ের পরই রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট এর প্রধান জানিয়েছেন, উচ্চতায় রাম মন্দির হবে ১৬১ ফিট এবং তাতে পাঁচটি গম্বুজ থাকবে। বস্তুত রাম মন্দির নির্মাণে যে বড় অঙ্কের অর্থ খরচ হবে, তাতে সংশয় নেই। তাই ট্রাস্ট-এর পক্ষ থেকে ভক্তদের উদ্দেশে আবেদন করা হয়েছে। তাতে বলা হয়েছে, রাম মন্দিরের নির্মাণের জন্যে সবাই যেন সাধ্যমতো দান করেন। সেই জন্যে টুইট করে দেওয়া হয়েছে অ্যাকাউন্ট নম্বরও।