নতুন দিল্লি, ১৭ জুন: লাদাখের (Ladakh) গালওয়ানে শহিদ ২০ জন ভারতীয় জওয়ানের প্রতি শ্রদ্ধা জানালেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। এক টুইটবার্তায় প্রতিরক্ষা মন্ত্রী বাহিনীর সাহসিকতা ও ত্যাগের প্রশংসা করে বলেন, "দেশ তাঁদের পরিবারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে রয়েছে। গালওয়ানে আমাদের সেনাদের হারানো গভীর উদ্বেগজনক ও বেদনাদায়ক। আমাদের সেনারা দায়িত্ব পালনে অনুকরণীয় সাহস ও বীরত্ব প্রদর্শন করেছেন এবং সর্বোচ্চ বলিদান দিয়েছেন।"
রাজনাথ সিং লেখেন, "দেশ তাঁদের সাহস ও ত্যাগকে কখনই ভুলতে পারবে না। আমার হৃদয় সেনাদের পরিবারগুলির প্রতি রয়েছে। এই কঠিন সময়ে তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রয়েছে দেশ। আমরা ভারতের সাহসী বাহিনীর সাহসিকতার জন্য গর্বিত।" আরও পড়ুন: India China Face-off in Ladakh: ভারতীয় সেনার পালটা মারে নিহত চিনা ইউনিট কমান্ডিং অফিসার
Nation will never forget their bravery and sacrifice. My heart goes out to the families of the fallen soldiers. The nation stands shoulder to shoulder with them in this difficult hour. We are proud of the bravery and courage of India’s bravehearts: Defence Minister Rajnath Singh https://t.co/888M8pA3R1
— ANI (@ANI) June 17, 2020
সোমবার রাতে পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় চিনা ফৌজের হামলায় অন্তত ২০ জন ভারতীয় জওয়ানের মৃত্যু হয়েছে। ভারতের পালটা জবাবে ৪৩ জন চিনা সেনার হতাহত হয়েছে বলে জানা গেছে। ৪৫ বছর অর্থাৎ ১৯৭৫ সালের পর ফের চিনের হামলায় ভারতীয় সেনার প্রাণ গেল।