ছত্তিশগড়ের এক মাওবাদী এলাকায় ভোট পরিচালনার দায়িত্ব পেয়েছিলেন এক সরকারি কর্তা, একদিকে মাওবাদী ফতোয়া অন্যদিকে গ্রামবাসীদের বিভিন্ন বাধা। তার মধ্যেও অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে কোনও চেষ্টাই বাদ দেননি সেই কর্তা। পর্দার সেই সরকারী কর্তা নিউটনকে অর্থাৎ অভিনেতা রাজকুমার রাওকে জাতীয় আইকন হিসেবে বেছে নিলেন জাতীয় নির্বাচন কমিশন। আজ একটি অনুষ্ঠানে সেই ঘোষণা করা হয়।এরপরেই ভোটারদের শিক্ষা এবং ভোটদানের প্রচারের জন্য নির্বাচন কমিশন ও অভিনেতার মধ্যে একটি মউ চুক্তি সাক্ষরিত হয়।
অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি, আমির খান এবং ক্রিকেটার সচিন তেন্ডুলকর, এমএস ধোনি এবং কুস্তিগীর এমসি মেরি কমের মতো বিশিষ্টদের জাতীয় আইকন হিসাবে স্বীকৃতি দিয়েছে নির্বাচন কমিশন। সামনে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন যাকে ২০২৪ এর লোকসভা নির্বাচনের পাখির চোখ হিসাবে দেখছে রাজনীতিবিদরা।
#WATCH | Delhi | Election Commission of India appoints actor Rajkummar Rao as its National Icon; the actor signs MOU with EC to promote voter education and turnout. pic.twitter.com/JOBgs2qb06
— ANI (@ANI) October 26, 2023