Rajkot Rape: গুজরাটের রাজকোটে চাঞ্চল্যকর। ১৫ বছরের এক ছাত্রীকে সিনেমায় সুযোগ দেওয়ার প্রলোভন দেখিযে দেড় বছর ধরে ধর্ষণের অভিযোগ উঠল গুজরাটের এক স্বঘোষিত চলচ্চিত্রকারের বিরুদ্ধে। সংবাদমাধ্যমে প্রকাশ, রাজকোটে এক ২৫ বছরের যুবকের বিরুদ্ধে ১৮ মাস ধরে বারবার ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত নিজেকে গুজরাটি সিনেমার নির্মাতা বলে পরিচয় দিয়ে নাবালিকাকে ফাঁদে ফেলে।ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে ছবিতে কাজের সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে শুরু হয় ঘটনা। অভিযোগ দায়েরের দু’বছর আগে প্রথম যোগাযোগ হয়েছিল।
কীভাবে নাবালিকাকে 'ফাঁসায়' স্বঘোষিত চলচ্চিত্রকার
মেয়েটি তার মায়ের সঙ্গে প্রথমবার অভিযুক্তের সঙ্গে অডিশনের জন্য দেখা করে। তাকে ছবিতে বড় ভূমিকার প্রতিশ্রুতি দেওয়া হয়, যাতে তার ভরসা অর্জন করা যায়। সংলাপ অনুশীলন ও অভিনয় প্রশিক্ষণের নামে সেশন শুরু হয়। ধীরে ধীরে তাকে ‘ঘনিষ্ঠ দৃশ্য’ করতে বাধ্য করা হয়। অভিযুক্ত তাকে অনুচিতভাবে স্পর্শ করতে শুরু করে। এমনই অভিযোগ জানিয়ে রাজকোট পুলিশের কাছে অভিযোগ দায়ের সেই নাবালিকা।
দেখুন খবরটি
#Gujarat | A man claiming to be filmmaker was arrested for allegedly raping a 15-year-old girl for nearly a year-and-a half by offering her roles in #Gujarati movies.
Know more 🔗 https://t.co/hhcuyNA2Hv pic.twitter.com/TatLGMawNg
— The Times Of India (@timesofindia) October 3, 2025
পানীয়তে মাদক মিশিয়ে ধর্ষণ
খাবার ও পানীয়তে মাদক মিশিয়ে খাইয়ে মাঝেমাঝে তাকে ধর্ষণ করা হত বলে অভিযোগ। সহযোগিতা না করলে সিনেমায় আর সুযোগ দেওয়া হবে না বলে ভয় দেখাত। ধর্ষণের অভিযোগটি রাজকোটের ইউনিভার্সিটি থানায় দায়ের করা হয়। রাজকোট পুলিশ দ্রুত অভিযুক্ত ২৫ বছরের যুবককে গ্রেফতার করে। তদন্তকারী অফিসার হরেশ পটেল গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন এবং তদন্ত চলছে। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর প্রাসঙ্গিক ধারায় মামলা রুজু হয়েছে। শিশু যৌন নির্যাতনের জন্য পকসো আইনের ধারাও যুক্ত করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং মামলা মজবুত করতে প্রমাণ সংগ্রহ করেছে।