নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ (২০ অগস্ট, ২০২৫) ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ৮২ তম জন্মদিনে তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে। তার জন্মদিন উপলক্ষে দেশজুড়ে কংগ্রেস দলের পক্ষ থেকে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হবে। রাজীব গান্ধী তার মাতা প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর রাজনৈতিক জগতে প্রবেশ করেন । দেশের তরুণ তম প্রধানমন্ত্রী হিসেবে ৪০ বছর বয়সে তিনি দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।এরপর ১৯৯১ সালের ২১ মে তামিলনাডুতে নির্বাচনী প্রচারের সময় তামিল বিদ্রোহীদের আত্মঘাতী বোমায় নিহত হন তিনি। উল্লেখ্য প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর জন্মদিনটি জাতীয় সদভাবনা দিবস হিসেবেও আজ উদযাপিত হবে। আজ সকালে বীরভূমিতে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর সমাধিস্থলে শ্রদ্ধা জানান কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, প্রবীণ কংগ্রেস নেতা পি চিদাম্বরম, কন্যা প্রিয়াঙ্কা গান্ধী বঢরা ছাড়াও বিশিষ্ট নেতারা।
কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী ভদরা তাঁর বাবা, প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর জন্মবার্ষিকীতে বীরভূমিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান-
#WATCH | Delhi: Congress MP Priyanka Gandhi Vadra pays floral tribute to her father, late Prime Minister Rajiv Gandhi on his birth anniversary, at Veer Bhumi.
Her husband, businessman Robert Vadra and their son Raihan Vadra also pay floral tributes. pic.twitter.com/q9CMEpTltd
— ANI (@ANI) August 20, 2025
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে-র শ্রদ্ধার্ঘ অর্পন
#WATCH | Delhi: Congress national president Mallikarjun Kharge pays floral tribute to former Prime Minister Rajiv Gandhi on his birth anniversary, at Veer Bhumi. pic.twitter.com/cBnYOo8NAB
— ANI (@ANI) August 20, 2025
পি চিদাম্বরমের শ্রদ্ধার্ঘ অর্পন-
#WATCH | Delhi: Senior Congress leader P Chidambaram pays tribute to former Prime Minister Rajiv Gandhi on his birth anniversary, at Veer Bhumi. pic.twitter.com/28vw2k1rLu
— ANI (@ANI) August 20, 2025