Narendra-Singh-Tomar (Photo Credit: File Photo)

মধ্যপ্রদেশে শেষ শিবরাজ সিং চৌহান জমানা। বিজেপি বিপুল ভোটে জিতে ক্ষমতায় ফিরলেও পদ্ম শিবিরের গত তিনবারের মুখ্যমন্ত্রী শিবরাজ আর সিংহাসনে আর ফিরলেন না। অমিত শাহ-জেপি নাড্ডা-রা মধ্যপ্রদেশে বিজেপির মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নিলেন উজ্জিয়নী দক্ষিণের বিধায়ক মোহন যাদব। রাজ্যের উপমুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হল রেওয়া-র বিধায়ক রাজেন্দ্র শুক্লা ও মালহারগড়ের আটবারের বিধায়ক জগদীশ দেবড়া-কে।

কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমারকে মধ্যপ্রদেশ বিধানসভার নতুন স্পিকারের দায়িত্ব দিল বিজেপি। শিবরাজ সিং চৌহানকে খালি হাতে ফেরানো হল। প্রসঙ্গত, মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনে বিজেপি এবার ১৬৩টি আসনে জেতে, সেখানে কংগ্রেস পায় মাত্র ৬৬টি।

দেখুন ছবিতে

২০২০ সালে মোহন যাদব মধ্যপ্রদেশের মন্ত্রী হন।  ওই সময় থেকেই মোহন যাদবের ক্ষমতা আরও বেশি করে প্রসারিত হতে শুরু করে।  শিবরাজ সিংহের (Shivraj Singh Chauhan) মন্ত্রিসভায় থেকেও মোহন যাদবের ক্ষমতা ক্রমাগত প্রসারিত হতে শুরু করলে, এবার তাঁকেই  মধ্যপ্রদেশের  মুখ্যমন্ত্রী পদে বসানোর সিদ্ধান্ত নেওয়া হয় বিজেপি নেতৃত্বের তরফে।