গ্রেফতার হলেন বিখ্যাত বডি বিল্ডার, ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ফিটনেস প্রভাবশালী রজত দালাল। তার বিরুদ্ধে একজন ছাত্রকে অপহরণ ও লাঞ্ছিত করার অভিযোগ রয়েছে। এইসব অভিযোগের প্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। দালাল এবং তার সহযোগীদের দ্বারা একজন ছাত্রের সঙ্গে দুর্ব্যবহারের একটি ভিডিও অনলাইনে ভাইরাল হয়েছিল। এরপরই এই ঘটনা প্রকাশ্যে আসে।
*SHOCKING* 📍Ahmedabad, June 5, 2024
Bodybuilder and Instagram influencer Rajat Dalal has come under fire for abducting and cruelly mistreating a student. After abducting the student, Rajat Dalal smeared cow dung on his face and forced him to clean a bathroom. Additionally, he… pic.twitter.com/cm9FUy64fL
— Akassh Ashok Gupta (@peepoye_) June 5, 2024
সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে বিতর্ক:-
মিডিয়া রিপোর্ট অনুযায়ী রজত দালাল প্রথমে ছাত্রের মুখে গোবর মাখায়, তারপর তাঁকে টয়লেট পরিষ্কার করতে বাধ্য করা হয়। তারপর রজত ও তাঁর সহকারীরা ছাত্রের ওপর উপর প্রস্রাব করেন, তাকে শারীরিকভাবে লাঞ্ছিতও করা হয়। ছাত্র ক্যাপশন সহ সোশ্যাল মিডিয়ায় দালালের সঙ্গে একটি সেলফি পোস্ট করার পরে ঘটনা সামনে আসে। ক্যাপশনে লেখা ছিল "প্রতি সকালে, জিমে তোমার মুখ দেখে আমার দিন নষ্ট হয়ে যায়।" । এই ছবি দেখার পর সকলে নড়েচড়ে বসে।এবং অভিযুক্ত ফিটনেস প্রভাবশালী রজত ও তাঁর সহকারীরা সমস্যায় পড়েন।