মুখ্যমন্ত্রী পদে থাকা নিয়ে এবার এক ভিন্ন মন্তব্য শোনা গেল রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলতের গলায়। একজন মহিলা অশোক গেহলতকে মুখ্যমন্ত্রী পদে কাজ চালিয়ে যাওয়ার কথা বললে, সেই কথার জেরে একটি ঘটনার রোমন্থন করতে গিয়ে তিনি জানান, "অনেকবারই আমার মনে হয়েছে যে আমি মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দিই কিন্তু মুখ্যমন্ত্রীর পদ আমাকে ছাড়ছে না। আমি যাই বলি, আমি অত্যন্ত বিবেচনার সঙ্গে বলি, আমি যখন এটি বলেছি , আমি এটা অত্যন্ত বিবেচনার সঙ্গে বলেছি। হাইকমান্ড যা বলবে আমি সেটা গ্রহণ করতে রাজি রয়েছি।, কিন্তু তোমাকে এটা বলার ক্ষমতা থাকতে হবে যে, 'আমি পদ ছাড়তে চাইলেও পদ আমাকে ছাড়তে চাইছে না'।"
বেশ কিছুদিন ধরেই দুর্নীতি প্রসঙ্গে চাপের মধ্যে রয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলত। তারই ক্যাবিনেট সদস্য রাজেন্দ্র গৌড়া রাজস্থান ক্রিকেট অ্যাসোশিয়েশনে দুর্নীতির অভিযোগ করেছেন। তুলেছেন লাল ডায়েরির প্রসঙ্গ। এর পাশাপাশি মহিলাদের নিরাপত্তা নিয়ে রাজস্থান সরকার যে ব্যর্থ সেই কথা বারবার বলেছেন তিনি। তাকে সরানোর আগে মুখ্যামন্ত্রীর পদত্যাগও দাবি করেছিলেন রাজেন্দ্র গৌড়া। বেশ কিছুদিন আগে বিজেপির একটি বিক্ষোভেরও প্রদর্শন হয় দুর্নীতি এবং মহিলাদের নিরাপত্তা নিয়ে। সেই সূত্রেই কি এমন মন্তব্য করলেন অশোক গেহলত? এমনটাই মনে করছেন বিশেষজ্ঞ মহল।
#WATCH | Recounting an incident when a woman told him to continue as the CM of the state & his conversation with her, Rajasthan CM Ashok Gehlot says, "...many a time I think that I should leave the Chief Ministerial post but the Chief Ministerial post is not leaving me. Whatever… pic.twitter.com/Ivk9WJncQS
— ANI (@ANI) August 8, 2023