Representational Image (Photo Credits: Pixabay)

রাজস্থানের (Rajasthan) কুচমানে এক ব্যবসায়ীকে খুন করে পালিয়েছিল একদল দুষ্কৃতী। এই ঘটনায় জড়িত ৪ অভিযুক্ত শেল্টার নিয়েছিল কলকাতায়। গোপনসূত্রে খবর পেয়ে ৪ জনের মধ্যে ৩ অভিযুক্তকে সল্টলেকের একটি আবাসন থেকে গ্রেফতার করেছে ফুলবাগান থানার পুলিশ। ধৃতরা সকলেই গুজরাটের বাসিন্দা। যদিও একজন এথনও অধরা। এদিকে ধৃত অভিযুক্তদের শুক্রবার রাজস্থান পুলিশের হা্তে তুলে দেওয়া হল। তাঁদেরকে জেরা করে এখন পলাতক অভিযুক্তের হদিশ পাওয়ার চেষ্টা করছে তদন্তকারী আধিকারিকরা।

গুজরাটের ভাড়াটে গুন্ডারা গুলি করে ব্যবসায়ীকে

পুলিশসূত্রে খবর, গ্যাংস্টার রোহিত গোদারার নির্দেশে গত ৭ অক্টোবর সন্ধে সাতটার দিকে ব্যবসায়ী রমেশ রুলানিয়াকে খুন করেছিল একদল অজ্ঞাত পরিচয়ের যুবক। সিসি ক্যামেরা বেশ কয়েকজনের মুখ দেখা যায়। আর সেই সূত্রেই আগেই ৭ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। এবার কলকাতা পুলিশের চেষ্টায় আটক আরও ৩ জন। জানা যাচ্ছে, রোহিত বিদেশে বসে তোলা আদায় করত। সেই টাকা রমেশ দিতে অস্বীকার করায় গুজরাটের ভাড়াটে গুন্ডাকে সুপারী দেয় সে। তারপরেই ঘটনার দিনে জিমের মধ্যে পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে গুলি করা হয়।

কলকাতা পুলিশের জালে ৩ অভিযুক্ত

রাজস্থান পুলিশ অভিযুক্তদের খোঁজে বিভিন্ন রাজ্যের পুলিশকে আগেই সতর্ক করে রেথেছিল। সেই মতো তাঁদের ছবিও ছড়িয়ে গিয়েছিল বিভিন্ন জায়গায়। সেই সূত্র থেকেই কলকাতা পুলিশ ৩ অভিযুক্তকে ধরতে সল্টলেকের ওই আবাসনে তল্লাশি অভিযান চালায়। লুকোনোর জন্য ফ্ল্যাটের কার্নিশে উঠে পড়েছিল তাঁরা। কিন্তু এদিন শেষমেশ তাঁদের ধরা হয়।