Rajasthan Minister Rajendra Gaudha (Photo Credit: File Photo)

জয়পুর, ২৬ জুলাই: এবার রাজস্থানের অশোক গেহলট সরকারের বিরুদ্ধে ফের তোপ দাগলেন সে রাজ্যের মন্ত্রী রাজেন্দ্র সিং গৌড়া।  মঙ্গলবার গেহলট সরকারের বিরুদ্ধে তোপ দেগে রাজেন্দ্র সিং গৌড়া বলেন, তাঁকে গুলি করতে পারে, জেলেও ভরতে পারে রাজ্য সরকার।  কিন্তু তিনি রাজস্থানের মেয়েদের সুরক্ষার জন্য সুর চড়াবেন।  যতক্ষণ তাঁর ধড়ে প্রাণ রয়েছে, তিনি রাজ্যের মহিলাদের সুরক্ষার জন্য লড়াই করবেন বলে সুর চড়ান সে সে রাজ্যের বিক্ষুব্ধ মন্ত্রী। নিজের শেষ নিঃশ্বাস পড়া পর্যন্ত তিনি রাজ্যের মহিলাদের সুরক্ষার কথা ভাববেন এবং তাঁদের জন্য লড়বেন বলে জানান রাজেন্দ্র সিং গৌড়া।

অধিবেশন চলাকালীন গন্ডগোল পাকানোয়, রাজেন্দ্র সিং গৌড়াকে বিধানসভা থেকে বরখাস্ত করা হয়। উদয়পুরওয়াতি বিধানসভা থেকে লড়ে অশোক গেহলটের মন্ত্রিসভায় জায়গা করে নেন রাজেন্দ্র সিং গৌড়া।