LPG cylinder blasts on the Jaipur-Ajmer Highway. (Photo Credit: X@ndtv)

রাজস্থানে ভয়াবহ দুর্ঘটনা! গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাকের সঙ্গে ট্যাঙ্কারের সংঘর্ষে মারা গেলেন একজন। মঙ্গলবার গভীর রাতে দুদু গ্রামের কাছে জয়পুর-আজমের জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটে। খবর পাওয়ার পর ঘটনাস্থলে উপস্থিত হয় দমকল। দাউদাউ করে জ্বলে ওঠে আগুন, অনেক চেষ্টার পর আগুন আয়ত্তে এসেছে। পুলিশ সূত্রে খবর, গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাকটি দাঁড়িয়ে ছিল। তাকেই পিছন থেকে এসে ধাক্কা মারে একটি ট্যাঙ্কার। মুহূর্তের মধ্যে আগুন ধরে যায়। তার পরেই জোরালো শব্দে একের পর এক বিস্ফোরণ হতে থাকে। স্থানীয় বাসিন্দারা জানান, অনেক দূর থেকেও বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে।

ঘটনাস্থলের সামনে থাকা একটি হোটেলের সিসিটিভি ফুটেজ সামনে এসেছে। সেখানে প্রথমে ট্রাকের সঙ্গে ট্যাঙ্কারের ধাক্কা মারার শব্দ পাওয়া যায়। তাঁর কিছুক্ষণের মধ্যেই আগুন লেগে যায়। এবং সিলিন্ডার বোঝাই গাড়ি থেকে বিস্ফোরণের শব্দ পাওয়াযায়। কাছাকাছি দাঁড়িয়ে থাকা জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে তাঁরা প্রাণ ভয়ে পালিয়ে যেতে শুরু করে। দেখুন সেই সময়ের ভিডিও-

সারারাতের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আগুন-

VIDEO | A truck carrying LPG cylinders caught fire following a collision with a tanker on the Jaipur-Ajmer highway on Tuesday night.

 

জয়পুরের কালেক্টর জিতেন্দ্র কুমার সোনি বলেছেন, জয়পুর-আজমের হাইওয়েতে দুদু গ্রামের কাছে গ্যাস সিলিন্ডার ভর্তি ট্রাক ও রাসায়নিক ট্যাঙ্কারের মধ্যে দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। জয়পুর-আজমের হাইওয়ের ওপর মৌজামাবাদ এলাকার সাওয়ারদা কালভার্টের কাছে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

দাউদাউ করে জ্বলছে গ্যাস সিলিণ্ডার ভর্তি ট্রাক