রাজ সরকারের দুর্নীতি নিয়ে বেশ কয়েকদিন আগেই বির্তক উস্কে দিয়েছিলেন দলেরই এক বিধায়ক। রাজস্থানে মেডিকেল কলেজের উদ্বোধনে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও লাল ডায়েরি নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছিলেন। তবে এবার সেই লাল ডায়েরী বিতর্কে মুখ খুললেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।কংগ্রেস সভাপতি হওয়ার পর এই প্রথম তিনি রাজস্থানে এলেন। তিনি জানান, লাল ডায়েরিতে কিছুই নেই।এবং গেহলতের নেতৃত্বধীন সরকার সবসময় মানুষের হিতেই কাজ করে।
কংগ্রেস বিধায়ক রাজেন্দ্র সিং গৌধা কিছু দিন আগে রাজস্থানের দুর্নীতির প্রসঙ্গ তোলেন এবং জানান যে লাল ডায়েরিতে সমস্ত দুর্নীতির তথ্য রয়েছে। রাজস্থান ক্রিকেট অ্যাশোসিয়েশনে দুর্নীতি নিয়েও সরব হন রাজেন্দ্র সিং গৌধা। যা নিয়ে বিতর্কের সৃষ্টি হয় । সেই অভিযোগ গুলিকে কার্যত ক্লিনচিট দিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।
#Congress national President #MallikarjunKharge said that there was nothing in the Red Diary, and the Gehlot-led government always worked in the interest of the common man.
Kharge was in Rajasthan’s Bhilwara district, his first visit to the state after becoming the Congress… pic.twitter.com/JYzN79bptU
— IANS (@ians_india) September 6, 2023