Rajasthan CM Ashok Gehlot (Photo Credits: Facebook)

রাজস্থানে কর্মসংস্থান প্রসঙ্গে মুখ খুললেন মুখ্যমন্ত্রী অশোক গেহলত। কর্মসংস্থানের প্রশ্নের উত্তরে তিনি জানান, ২০১৮ সালে রাজ্যে বেকারত্বের পরিমান ছিল ৫.৭ শতাংশ। সেই পরিমাণ ২০২৩ সালে এসে দাড়িয়েছে ৪.৭ শতাংশে। যার মানে হল কাজ পাওয়া যাচ্ছে। শুধু কাজের ক্ষেত্রেই নয় খেলার ক্ষেত্রেও যে রাজস্থান এগিয়ে যাচ্ছে সে বিষয়টিও তুলে ধরেন তিনি।

অগাস্টের ৫ তারিখ থেকে শুরু হচ্ছে রুরাল অলম্পিক গেম। ৫৮ লক্ষেরও বেশি প্রতিযোগী অংশগ্রহণ করবেন এই অনুষ্ঠানে। প্রধানমন্ত্রী মোদী রাজস্থানের শিকারে একটি মেডিকেল কলেজের উদ্বোধনে এসে রাজস্থান সরকারকে দুর্নীতিগ্রস্থ বলে তোপ দাগেন। এর পাশাপাশি লাল ডায়েরি নিয়েও কথা বলতে শোনা যায় তাঁকে।

তবে প্রধানমন্ত্রীর এই সব দাবি উড়িয়ে দিয়ে ইডি, সিবিআইকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার নিয়ে পাল্টা প্রশ্ন তোলেন তিনি। সবার কাছে যখন তল্লাশি চালানো হচ্ছে তখন নিজেদের ব্যাপারেও কেন কোন তল্লাশি চালাচ্ছেনা এই সরকারী সংস্থাগুলি সেই প্রশ্নও তোলেন তিনি।