জয়পুর, ২৪ জুনঃ চিতাবাঘকে (Leopard) পোষ্য বানিয়ে ঘোরাচ্ছে গ্রামবাসী। গলায় দড়ি পরিয়ে হাঁটানো হচ্ছে। ঘটনাটি ঘটেছে রাজস্থানের (Rajasthan) বুন্দির কাছে রামগড় বিসধারী ব্যাঘ্র অভয়ারণ্য এলাকায়। গ্রামবাসীরা একটি শিশু চিতাবাঘকে কবজা করেছেন। জানা যাচ্ছে, চিতাটি অসুস্থ। বৃষ্টিতে ভিজে অসুস্থ হয়ে পড়েছে শিশু চিতাটি। আর তার অসুস্থতার সুযোগ নিয়েই লাঠিসোঁটা হাতে তাকে ভয় দেখিয়ে তার গলায় শিকল পরায় একদল যুবক। দড়ি বেঁধে অসুস্থ চিতাকে ঘোরান হয় গোটা গ্রাম। সেই খবর গ্রামে ছড়িয়ে পড়েই চিতার সঙ্গে ছবি তুলতে দলে দলে মানুষজন আসেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই দৃশ্য। সেই ভিডিওতেইস্পষ্ট বোঝা যাচ্ছে, প্রাণীটি অসুস্থ। ঠিকমত হাঁটাচলা করতে বেগ পেতে হচ্ছে তাকে।
অসুস্থ শিশু চিতাকে বন্দি করল গ্রামবাসী
শিশু চিতাকে বন্দি করার খবর পৌঁছে যায় বন দফতরে। উদ্ধারকারী দল দ্রুত গন্তব্যস্থলে পৌঁছে তাকে প্রাথমিক কিছু চিকিৎসা প্রদান করে। বন কর্মকর্তারা জানান, এটি ২ বছর বয়সী একটি মহিলা চিতা। তাকে উদ্ধার করে পরবর্তী চিকিৎসার জন্যে কোটা চিড়িয়াখানায় পাঠানো হয়েছে। তবে বুন্দির ওই গ্রামে কীভাবে অসুস্থ চিতাবাঘটি প্রবেশ করল তা ভাবাচ্ছে বন দফতরের আধিকারিকদের। নিজেদের মধ্যে লড়াই করে চিতাটি ডেরা ছেড়েছে বলে মনে করছেন না তাঁরা। কারণ বাঘের শরীরে কোনরকম আঘাত কিংবা ক্ষতের চিহ্ন নেই। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
গলায় দড়ি পরিয়ে ঘোরানো হচ্ছে চিতাবাঘকেঃ
बूंदी : रामगढ़ विषधारी अभयारण्य में लेपर्ड के गले में रस्सी ! वन विभाग पर गंभीर सवाल#bundi #rajasthan @rajanimalhus pic.twitter.com/JvfNRBeV75
— Update India (@UpdateIndia_TV) June 24, 2025
রামগড় বিসধারী টাইগার রিজার্ভকে সম্প্রতি রাজস্থানের চতুর্থ বাঘ সংরক্ষণাগার হিসেবে ঘোষণা করা হয়েছে। এটি বুন্দি জেলায় অবস্থিত। ৪৮১.৯১ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। অভয়ারণ্যটি বাঘ এবং অন্যান্য বন্যপ্রাণীর জন্য একটি গুরুত্বপূর্ণ আবাসস্থল।