নয়াদিল্লিঃ উত্তরাখণ্ডে (Uttarakhand)একের পর এক বিপর্যয়। দেরাদুনের (Dehradun) পর এবার চামোলির নন্দনগরে মেঘ ভাঙা বৃষ্টি। গতকাল অর্থাৎ বুধবার রাতে ধুরমা গ্রামে প্রবল বৃষ্টিপাত ক্ষতিগ্রস্ত প্রায় পাঁচটি বাড়ি । জলস্রোতে ভেসে গিয়েছেন বহু। নিখোঁজ ৬ জন। তাঁদের মধ্যে ২ জনকে উদ্ধার করা হয়েছে। ভেঙে গিয়েছে ৬ টি বাড়ি। রাতভর বৃষ্টির প্রভাবে মোক্ষ নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। নন্দনগর নগর পঞ্চায়েতের কুন্তারি লাগাফালি ওয়ার্ডে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে বৃহস্পতিবার ভোরে নন্দপ্রয়াগে পৌঁছেছে এসডিআরএফ ও এনডিআরএফ দল।
মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত চামোলি, ভাঙল বাড়িঘর
এছড়া এলাকায় এলাকায় মজুত মেডিক্যাল টিম। পাঠানো হয়েছে ১০৮ টি অ্যাম্বুলেন্স। বুধবার রাতের কিছু ছবি এবং ভিডিও সামনে এসেছে। যাতে দেখা যাচ্ছে প্রবল জলস্রোতে ভেসে যাচ্ছে ঘরবাড়ি। আজ, অর্থাৎ বৃহস্পতিবার সকালে আগামী তিন ঘন্টার মধ্যে ভারী বৃষ্টিপাতের জন্য লাল এবং কমলা সতর্কতা জারি করেছে। দেরাদুন এবং হরিদ্বারে আগামী তিন ঘন্টার মধ্যে ভারী বৃষ্টিপাত হবে বলে জানানো হয়েছে। বৃষ্টি বাড়লে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা।
মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত চামোলি, ভাঙল ঘরবাড়ি, নিখোঁজ ৬
देहरादून के बाद चमोली में बादल फटने की घटना हुई है। भीषण जल प्रलय में कई मकान मलबे में दब गए और कई लोग लापता हो गए। इस घटना का खौफनाक वीडियो भी सामने आया है।#Uttarakhand #Chamoli #cloudburst https://t.co/FMp0qxOpft
— Hindustan (@Live_Hindustan) September 18, 2025