দিল্লি, ২৩ অগাস্ট: ফের লাল সতর্কতা জারি করা হল হিমাচল প্রদেশে (Himachal Pradesh)। জাতীয় সড়ক থেকে সেতু, অতি ভারি বৃষ্টির জেরে, প্রায় সবকিছুই বিপর্যস্ত হিমাচল প্রদেশে। কোথাও কোথাও ভেঙে পড়তে শুরু করেছে সেতুও। সেই সঙ্গে রয়েছে ধসের আতঙ্ক। একটানা বৃষ্টির জেরে হিমাচল প্রদেশের একাধিক রাস্তা যখন চলাচলের অযোগ্য, সেই সময় শুরু হয়েছে যানজট। গোটা রাজ্যে যেকটি রাস্তা দিয়ে যানবাহন চলাচল করছে, সেখানে যানজটে নাকাল মানুষ। বিপাশার পর এবার হিমাচলের বালাড নদীও ফুঁসছে। ক্রমশ জল বাড়ছে বালাড নদীর। বালাড নদীর জলের তোড়ে বাড্ডি সেতু ভেঙে পড়ে। ফলে হরিয়ানা-চণ্ডিগড়ের সঙ্গে সংযোগ রক্ষাকারী সেতু ভেঙে বিপর্যয়ের মুখে সাধারণ মানুষ। বিপর্যয়ের মাঝে ফের আশঙ্কার বাণী শোনাল আবহাওয়া দফতর। বুধবারও হিমাচল প্রদেশে অতি ভারি বৃষ্টি হবে বলে জারি করা হয়েছে সতর্কতা।
আরও পড়ুন: Rain Fury In Himachal Pradesh: কমছে না আতঙ্ক, অতি বৃষ্টিতে হিমাচলের সোলানে কী অবস্থা দেখুন
হিমাচলের পাশাপাশি উত্তরাখণ্ডও (Uttarakhand) বিপর্যস্ত একটানা বৃষ্টির জেরে। সম্প্রতি উত্তরাখণ্ডে ধসের জেরে শিশু-সহ ৪ জনের মৃত্যু হয় বলে জানা যায়। যার জেরে উত্তরাখণ্ডের মানুষের মধ্যেও বাড়ছে আতঙ্ক।