দিল্লি, ১৭ অগাস্ট: একটানা বৃষ্টির জেরে হিমাচল প্রদেশ (Himachal Pradesh) এবং উত্তরাখণ্ডে (Uttarakhand) ৮১ জনের মৃত্যু হয়েছে। গত রিবাবর থেকে এক নাগাড়ে বৃষ্টির জেরে হিমাচল এবং উত্তরাখণ্ডে পরপর ৮১ জনের মৃত্যু হয় বলে খবর। যা নিয়ে দুই রাজ্যের মানুষের মধ্যে আতঙ্ক বাড়তে শুরু করেছে। আগামী কয়েকদিন উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশে এক নাগাড়ে মুষলধারে বৃষ্টি হবে বলে সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
এক নাগাড়ে অতি ভারি বৃষ্টির জেরে হিমাচল প্রদেশের একাধিক জায়গায় ধস নামতে শুরু করেছে। ফলে বৃষ্টি এবং ধসের জেরে হিমাচলে ৭১ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। গত ৩ দিনে ৭১ জনের মৃত্যুর পাশাপাশি হিমাচলে ১৩ জনের খোঁজ মিলছে না। তবে রবিবার রাতে বৃষ্টির জেরে যে ধস নামে, সেখান থেকে ৫৭ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানান হিমাচল প্রদেশের মুখ্যসচিব। হিমাচল প্রদেশে শিমলা এবং মান্ডির পরিস্থিতি সবচয়ে খারাপ বলে জানা যাচ্ছে।
#WATCH | Uttarakhand: Due to landslide in Langha Jakhan village of Vikasnagar tehsil of Dehradun district, 15 houses and 7 cowsheds have been completely destroyed. 50 people from 16 families live in Jakhan village. No loss of life or animal was reported during the incident. All… pic.twitter.com/0thNopDTk4
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) August 17, 2023
অবিরাম বর্ষণের জেরে উত্তরাখণ্ডেও বিপর্যয় নামতে শুরু করেছে। উত্তরাখণ্ডে এই মুহূর্তে ১০ জনের মৃত্যুর খবর মিলছে। উত্তরাখণ্ডে এক নাগাড়ে বৃষ্টির জেরে দেরাদুন জেলার বিকাশনগর তেহশিল একাধিক বাড়ি ভেঙে পড়তে শুরু করে। বিকাশনগরে পরপর ১৫টি বাড়ি ভেঙে পড়েছে বলে জানা যাচ্ছে। ফলে ওই অঞ্চলে জোর কদমে শুরু হয়েছে উদ্ধার কাজ।