দিল্লি, ১ অগাস্ট: হিমাচল প্রদেশ (Himachal Pradesh) এবং উত্তরাখণ্ডে (Uttarakhand) ফের জোরদার আতঙ্ক ছড়াতে শুরু করেছে একটানা বর্ষণের জেরে। হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে এখনও পর্যন্ত বৃষ্টির জেরে ১৪ জনের মৃত্যু হয়েছে বলে খবর। সেই সঙ্গে অবিরাম বর্ষণের জেরে উত্তরাখণ্ডে প্রায় ১০০ জন আটকে রয়েছেন বলে জানা যাচ্ছে।
হিমাচল এবং উত্তরাখণ্ডে উদ্ধার কাজ শুরু করেছে বিপর্যয় মোকাবিলাকারী দল, পুলিশ, দমকল বাহিনী একযোগে। কোথাও যাতে কোনও মানুষকে বিপদের মধ্যে পড়তে না হয়, তার জন্য অবিরাম চেষ্টা চালাচ্ছে NDRF, SDRF, পুলিশ, দমকল বাহিনীর জওয়ানরা। অবিরাম বর্ষণের জেরে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন জায়গায় ৩২ জনের মৃত্যু হয়েছে বলে পরিসংখ্যান বলছে। যার মধ্যে ১২ জন উত্তরাখণ্ডে, ৩ জন হিমাচলে, দিল্লিতে ৫ জন। পাশাপাশি নয়ডা, উতত্রপ্রদেশ, রাজস্থান-সহ একাধিক জায়গা থেকে বৃষ্টির কবলে পড়ে মানুষের মৃত্যুর মিলছে।
যে সমস্ত জায়গায় বৃষ্টি ভয়াবহ রূপ দেখাচ্ছে, সেগুলি হল...
কুলু (Kullu), সিমলা, মান্ডিতে মেঘভাঙা বৃষ্টির জেরে বিপর্যয় নেমে আসে। ফলে হিমাচল প্রদেশের একাধিক জায়গায় নদী ভয়াবহ রূপ নিতে শুরু করেছে। যার জেরে ৩ থেকে ৪ জনের মৃত্যুর যেমন খবর মেলে, তেমনি ৫০ জন নিখোঁজ বলে জানা যাচ্ছে।
হিমাচল প্রদেশের পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই বৈঠক সেরেছেন মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুকু। কীভাবে উদ্ধার কাজ আরও গতিতে সম্পন্ন হয়, সেদিকে প্রশাসনের নজর রয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জেপি নাড্ডারা হিমাচলকে সমস্ত ধরনের সাহায়্যের আশ্বাস দিয়েছেন বলে জানা যায়।
উত্তরাখণ্ডেও শুরু হয় মেঘভাঙা বৃষ্টি। ফলে উত্তরাখণ্ডে এখনও পর্যন্ত ১৩ জনের মৃত্যুর খবর মেলে। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি শরণার্থী শিবিরগুলিতে হাজির হয়ে মানুষের সুবিধা, অসুবিধার কথা শুনছেন। সবকিছু মিলিয়ে উত্তরাখণ্ড এবং হিমাচলের মানুষ ফের প্রমাদ গুনতে শুরু করেছেন অবিরাম বৃষ্টির জেরে।