মেঘভাঙা বৃষ্টির (Cloudburst) জেরে ভয়াবহ অবস্থা হিমাচল প্রদেশে (Himachal Pradesh)। এক নাগাড়ে বর্ষণের জেরে হিমাচল যখন মেঘভাঙা বৃষ্টির আতঙ্কে ভুগছে, তখন সে রাজ্যের প্রায় প্রতিটি নদীর জলস্তর হু হু করে বাড়ছে। এবার জলস্তর এবং পরিধি বেড়ে যাওয়ায় একটি সুবিশাল বাড়ি তলিয়ে গেল পার্বতী নদীতে (। বৃহস্পতিবার সকালে কুলুতে 9Kullu) পার্বতী নদীর গহ্বরে চলে যায় সুবিশাল একটি বাড়ি। যা দেখে কার্যত আতঙ্ক ছড়াতে শুরু করে।
দেখুন ভিডিয়ো...
हिमाचल प्रदेश: आज सुबह कुल्लू में एक इमारत ढह गई और उग्र पार्वती नदी में बह गई, देखें लाइव वीडियो#HimachalPradesh #BuildingCollapse #Kullu pic.twitter.com/BkPOP1iggl
— AajTak (@aajtak) August 1, 2024
অন্যদিকে পার্বতী নদীর জলস্তর যখন হু হু করে বাড়ছে, সেই সময় ভুন্তারে একটি সেতু প্রায় ছুঁয়ে ফেলার মত পরিস্থিতি এই নদীর। ভুন্তার সেতুর কাছে পার্বতী নদীর জলের স্ত্রোত যেভাবে বইছে,তা দেখলে শিউরে উঠবেন প্রত্যেকে।
দেখুন...
अपने रौद्र रुप में प्रकृति..
हिमाचल प्रदेश के भुंतर में उफनती पार्वती नदी. मलाना घाटी में बादल फटने के बाद की हालत.#HimachalPradesh pic.twitter.com/cYKUs0k7ES
— NDTV India (@ndtvindia) August 1, 2024