Parvati River (Photo Credit: Twitter)

মেঘভাঙা বৃষ্টির (Cloudburst) জেরে ভয়াবহ অবস্থা হিমাচল প্রদেশে (Himachal Pradesh)। এক নাগাড়ে বর্ষণের জেরে হিমাচল যখন মেঘভাঙা বৃষ্টির আতঙ্কে ভুগছে, তখন সে রাজ্যের প্রায় প্রতিটি নদীর জলস্তর হু হু করে বাড়ছে। এবার জলস্তর এবং পরিধি বেড়ে যাওয়ায় একটি সুবিশাল বাড়ি তলিয়ে গেল পার্বতী নদীতে (। বৃহস্পতিবার সকালে কুলুতে 9Kullu) পার্বতী নদীর গহ্বরে চলে যায় সুবিশাল একটি বাড়ি। যা দেখে কার্যত আতঙ্ক ছড়াতে শুরু করে।

আরও পড়ুন: Cloudburst in Himachal Pradesh: মেঘভাঙা বৃষ্টিতে আতঙ্ক হিমাচলে, হঠাৎ বন্যায় ভেসে গেলেন ৩ জন, নিখোঁজ ৫০-এর বেশি; উদ্বিগ্ন PM Modi

দেখুন ভিডিয়ো...

 

অন্যদিকে পার্বতী নদীর জলস্তর যখন হু হু করে বাড়ছে, সেই সময় ভুন্তারে একটি সেতু প্রায় ছুঁয়ে ফেলার মত পরিস্থিতি এই নদীর। ভুন্তার সেতুর কাছে পার্বতী নদীর জলের স্ত্রোত যেভাবে বইছে,তা দেখলে শিউরে উঠবেন প্রত্যেকে।

দেখুন...