দিল্লি, ১ অগাস্ট: কেরলের (Kerala) পর এবার হিমাচল প্রদেশ (Himachal Pradesh)। পাহাড়ি এই রাজ্যে এবার মেঘভাঙা বৃষ্টির (Cloudburst ) জেরে বিপর্যয় নেমে আসে। হিমাচল প্রদেশে মেঘভাঙা বৃষ্টির জেরে এখনও পর্যন্ত ৩ জনের মৃত্যুর খবর মিলছে। নিখোঁজ ৫০-এর বেশি। নিখোঁজদের খোঁজে শুরু হয়েছে জোর কদমে উদ্ধার কাজ। বুধবার রাতে সিমলা রামপুরে মেঘভাঙা বৃষ্টি শুরু হয়। তার জেরে হঠাৎ করে বন্যা দেখা দেয়। মেঘভাঙা বৃষ্টিতে যে বন্যা দেখা দেয়, তার জেরেই পরপর ৩ জনের মৃত্যু হয় বলে জানা যায়। নিখোঁজদের খোঁজে বিপর্যয় মোকাবিলাকারী দল একটানা কাজ শুরু করেছে।
এদিকে উদ্ধার কাজ যাতে ভালভাবে হয়, সেদিকে সর্বদা নজর রয়েছে স্থানীয় প্রশানের কর্তা ব্যক্তিদের। সেই সঙ্গে উদ্ধারকারী দলগুলির সঙ্গে তিনি নিজেও সব সময় যোগাযোগ রাখছেন বলে জানা হিমাচলের মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: Himachal Pradesh: একটানা বৃষ্টিতে ফুঁসছে বিপাশা নদী, আতঙ্ক কুলুতে, দেখুন ভিডিয়ো
দেখুন কী বললেন সুকু...
शिमला की रामपुर तहसील, मंडी ज़िले की पधर तहसील और कुल्लू के गांव जाओन, निरमंड में बादल फटने से 50 से अधिक लोगों के लापता होने का अत्यंत दुखद समाचार मिला।
NDRF, SDRF, पुलिस, होम गार्ड और फायर सर्विसेज की टीमें राहत, खोज और बचाव कार्य में जुटी हुई हैं। स्थानीय प्रशासन को राहत एवं… pic.twitter.com/t3iUiFuIqn
— Sukhvinder Singh Sukhu (@SukhuSukhvinder) August 1, 2024
অন্যদিকে হিমাচল নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যে সমস্ত এলাকা ক্ষতিগ্রস্থ, সেখানে নিখোঁজদের খুঁজে বের করুন উদ্ধারকারীরা। এমনই আবেদন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। উদ্ধার কাজ সম্পন্ন করতে সমস্ত ধরনের সাহায্যের আশ্বাসও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিয়েছেন।
দেখুন কী বললেন প্রধানমন্ত্রী...
PM Narendra Modi has been closely monitoring the situation in Mandi, Himachal Pradesh in the wake of heavy rains and a cloudburst. He has asked top officials to ensure all possible assistance is provided to the affected. Relief operations are underway in full swing: Sources… pic.twitter.com/p2Imqxp4Pj
— ANI (@ANI) August 1, 2024