শ্রীনগর, ৯ জানুয়ারি: ঠান্ডায় কাবু উত্তর ভারত। বরফের চাদরে ঢাকা কাশ্মীর, হিমাচল, কুলু, মানালি। চারিদিক শুধু সাদা আর সাদা। বরফে ঢাকা শ্বেতশুভ্র কাশ্মীরের দৃশ্য চোখ জুড়াচ্ছে। স্তরে স্তরে জমে রয়েছে বরফ। রাস্তায় নামলে প্রায় এক কোমড় বরফ। ঘর, বাড়ির চালে বরফের পুরু আস্তরণ। ঠান্ডায় গৃহবন্দী কাশ্মীরবাসী।
কাশ্মীরের বরফ দেখে যেমন চোখ জুড়োবে আমজনতার। কিন্তু কাশ্মীরবাসীদের কাছে তা বেশ কষ্টকর। বরফে বন্ধ হয়ে পড়েছে রেলওয়ে লাইন থেকে পথঘাট। কাশ্মীরে ব্যাহত রেল পরিষেবা। সেই পরিষেবাকে স্বাভাবিক করতে রেলকর্মীদের পরিশ্রমের একটি ভিডিও টুইটারে শেয়ার করা হয় রেলমন্ত্রকের তরফে। এই অপরূপ দৃশ্যের সাক্ষী রইল নেটদুনিয়া।
রেল মন্ত্রকের টুইটে লেখা হয়,'শীতের একটি অভাবনীয় প্রাকৃতিক সৌন্দর্য। বরফের চাদরে ঢেকেছে শ্রীনগর স্টেশন। রেললাইনে চলছে বরফ কাটার কাজ। আরও পড়ুন, ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট স্থায়ীভাবে সাসপেন্ড করল টুইটার
One of the most spectacular view this winter!
Srinagar Railway station- encompassed by Nature's snow blanket & Track Maintenance operations underway to clear the snow from the railway tracks. pic.twitter.com/uE4OzXZyeV
— Ministry of Railways (@RailMinIndia) January 9, 2021
এই সৌন্দর্যের দেখা মেলে এসময়েই। কাশ্মীরে বরফের চাদরে ঢেকে যাওয়া শীতের দিনগুলি তাই লোকমুখে 'ভূস্বর্গ' নামে পরিচিত।