Ashwini Vaishnaw. (Photo Credits: PTI)

যোধপুর, ৮ জুলাইঃ বাবাকে হারালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw)। AIIMS যোধপুর হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন অশ্বিনী বৈষ্ণবের বাবা শ্রী দৌ লাল বৈষ্ণব। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। ৮ জুলাই, মঙ্গলবার সকাল ১১টা বেজে ৫২ মিনিটে মারা যান রেলমন্ত্রীর বাবা। যোধপুর এমস হাসপাতালের তরফে রেলমন্ত্রীর বাবার মৃত্যু সংবাদ প্রকাশ করা হয়েছে।

হাসপাতালের তরফে জানানো হয়েছে, গত কয়েকদিন ধরেই গুরুতর অসুস্থ ছিলেন দৌ লাল বৈষ্ণব। তিনি AIIMS যোধপুরে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসক দলের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও তাঁকে বাঁচানো যায়নি। এমস যোধপুর পরিবার প্রয়াত দৌ লাল বৈষ্ণবের আত্মার শান্তি কামনা করেছে এবং রেলমন্ত্রীর শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে।

প্রয়াত রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের বাবা

মঙ্গলবার সকালেই যোধপুর এসেছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বাবার সঙ্গে দেখা করতে হাসপাতালেও যান তিনি। কড়া পুলিশি নিরাপত্তার ঘেরাটোপে হাসপাতাল থেকে বেরিয়ে আসার সময়ে ক্যামেরাবন্দি হন রেলমন্ত্রী। বাবাকে দেখে হাসপাতাল থেকে ফেরার কিছুক্ষণের মধ্যেই আসে মৃত্যু সংবাদ। শেষ সময়ে বাবার অবস্থা যে ভালো ছিল না তা অশ্বিনীর চোখে মুখের বিষণ্ণতাতেই স্পষ্ট বোঝা গিয়েছে।

মঙ্গলবার সকালেই বাবাকে দেখতে হাসপাতালে এসেছিলেন ছেলে অশ্বিনী

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের বাবার প্রয়াণের খবরে শোকপ্রকাশ করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা। এক্স হ্যান্ডেলে শোকবার্তা জানিয়ে তিনি লেখেন, 'অশ্বিনী বৈষ্ণবের পিতা শ্রী দৌ লাল বৈষ্ণবের মৃত্যু সংবাদটি অত্যন্ত দুঃখজনক। শোকাহত পরিবারের সদস্যদের প্রতি আমার সমবেদনা রইল। ঈশ্বর যেন পুণ্যবান আত্মাকে তাঁর ঐশ্বরিক চরণে স্থান দেন এবং এই দুঃখের মুহূর্তে শোকাহত পরিবারকে শক্তি প্রদান করেন'।

রেলমন্ত্রীর বাবার প্রয়াণে শোকবার্তা রাজস্থান মুখ্যমন্ত্রীর