প্রতীকী ছবি(Photo Credit: PTI)

সুরাট, ২৩ সেপ্টেম্বর: ভুয়ো রেল দুর্ঘটনার আশঙ্কা ধরিয়ে নিজেদের আখের গোছানো। গত শনিবার গুজরাটের ভদোদরা ডিভিশনে সুরাটে ট্রেন লাইনের ফিশ প্লেট খুলে দেওয়া নিয়ে চাঞ্চল্য পড়ে যায়। খবরে প্রকাশিত হয়েছিল, সুরাটের কিম রেলস্টেশনের কাছে ফিশ প্লেট খুলে ট্রেন লাইনচ্যুত করানোর চেষ্টা হয়েছিল। এই কাণ্ডে তদন্ত করে চাঞ্চল্যকর তথ্য পেল রেল পুলিশ।

সুরাট গ্রামীণের এসপি হিতেশ জয়সার জানালেন, " ১৬ সদস্যের পুলিশের বিশেষ দল কিম স্টেশনে ট্রেন লাইনচ্যুত করার ষড়যন্ত্রের তদন্ত করে। তদন্তের জন্য ড্রোনও ব্যবহার করা হয়। এনআইএ, গুজরাট এটিএস এবং অন্যান্য কিছু সংস্থা এর তদন্ত করে। জিজ্ঞাসাবাদের পর তিন রেল কর্মী অভিযুক্ত সুভাষ, মণীশ এবং শুভম স্বীকার করেছেন তারা খ্যাতি, টাকা রোজগার এবং যাতে রাতে পেট্রোলিং চলে তার জন্য এই কাণ্ড ঘটায়।"

দেখুন কীভাবে ষড়যন্ত্রের জাল বোনা হয়েছিল

খবরে প্রকাশ রেলের কিম্যান সুভাষ কুমার এই ষড়যন্ত্রর মূল হোতা। তিনি প্রমোশনের জন্য এই কাজ করেন। তাঁর ছক ছিল, রেল দুর্ঘটনা রুখে দেওয়ার পুরস্কার হিসেবে তাঁকে প্রমোশন দেওয়া হবে। তাই ফিশ প্লেট খোলার ষড়যন্ত্র সে তৈরি করে।