Odisha Train Accident CBI Prove: ওডিশার বালাসোরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সিবিআই তদন্তের প্রস্তাব দিয়েছে রেলওয়ে বোর্ড। এমন কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। গত ২৩ বছরে দুনিয়ার সবচেয়ে বড় রেল দুর্ঘটনার পিছনে তাহলে কী বড় কোনও চক্রান্ত দেখছে রেল বোর্ড? এখনও পর্যন্ত সরকারী হিসেবে বালাসোর রেল দুর্ঘটনায় সরকারী হিসেবে ২৭৫ জনের মৃত্য়ু হয়েছে। তবে বেসরকারী মতে মৃত্যু তিনশো ছুঁয়েছে। গতকাল, শনিবার দুর্ঘটনাস্থলে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, এই ঘটনায় কেউ জড়িত থাকলে তাদের কঠোর শাস্তি দেওয়া হবে। আজই এই ভয়াবহ রেল দুর্ঘটনার তদন্তে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে বিশেষজ্ঞ কমিটি গঠনের দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে।
ওড়িশার বালাসোরে ট্রেন দুর্ঘটনা মামলার প্রাথমিক তদন্তে বড়সড় তথ্য বেরিয়ে এসেছে। সংবাদ মাধ্যমকে তথ্য দেওয়ার সময় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন যে ট্রেন দুর্ঘটনার সঙ্গে সুরক্ষা-কবচের কোনও সম্পর্ক নেই। বরং ‘ইলেক্ট্রনিক ইন্টারলকিং পরিবর্তনের’ কারণে এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনার কারণ ও এর জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করা হয়েছে। তবে এসবের থেকেও আমরা উদ্ধারকার্যের দিকে বেশি লক্ষ্য রাখছি। আরও পড়ুন-দুর্ঘটনায় আহত হননি অথচ ট্রমায় রয়েছেন আগামী ৩ মাস তাঁদের আর্থিক সাহায্যের ঘোষণা মমতার
দেখুন টুইট
Railway Board recommends the probe related to #OdishaTrainAccident to CBI, announces Railways minister Vaishnaw pic.twitter.com/phjRdcH3Pl
— ANI (@ANI) June 4, 2023
এদিকে, ভয়াবহ এই ট্রেন দুর্ঘটনায় রেলমন্ত্রীর ইস্তফা দাবি করেছে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস সহ বিভিন্ন বিরোধী দল। শুক্রবার সন্ধ্যায় ওড়িশার বালেশ্বরের কাছে বাহানগা স্টেশনের কাছে দুর্ঘটনার কবলে পরে চেন্নাইগামী করমন্ডল এক্সপ্রেসটি (Coromandel Express Accident)। সরকারি তরফে প্রকাশিত তথ্য অনুযায়ী মৃতের সংখ্যা ৩০০ ছুঁইছুঁই হলেও, প্রত্যক্ষদর্শীদের মতে মৃতের সংখ্যা আরও অনেক বেশি। দুর্ঘটনার পরের দিনই দুর্ঘটনাস্থল পরিদর্শনে যান মমতা। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব পাশে দাঁড়িয়েই রেলের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বাংলার মুখ্যমন্ত্রী এবং এককালের রেলমন্ত্রী। ফিরে দুর্ঘটনায় বাংলায় মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা, গুরুতর আহতদের ১ লক্ষ টাকা এবং কম আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি।