নয়াদিল্লিঃ ফের দুর্ঘটনার(Rail Accident) )কবলে দূরপাল্লার ট্রেন। মঙ্গলবার সকালে ঝাড়খণ্ডের (Jharkhand) চক্রধরপুরের (Chakhradharpur) কাছে লাইনচ্যুত হয়ে যায় ১২৮১০ হাওড়া-সিএসএমটি এক্সপ্রেস (12810 Howrah-CSMT Mail)। মঙ্গলবার ভোর ৩টে ৪৫ নাগাদ রাজখারসওয়ান ও বরাবাম্বু রেল স্টেশনের মাঝে দুর্ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। এই ঘটনায় ৬ জন আহত হয়েছেন বলে খবর মিলেছিল। আহতদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে বলে সংবাদ সংস্থা এনএনআই সূত্রে খবর। বি৪ কোচের যাত্রী ছিলেন তিনি, এমনটাই জানা গিয়েছে। মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে রেলের তরফে। এখনও অবধি যা খবর তাতে ১৮ টি বগি লাইনচ্যুত হয়েছে। রেলের তরফে ইতিমধ্যেই চালু করা হয়েছে হেল্পলাইন নম্বর। চলছে উদ্ধারকার্য। বারেবারে এই ধরনের দুর্ঘটনায় প্রশ্নের মুখে যাত্রী নিরাপত্তা। কাঠগড়ায় ভারতীয় রেল। যদিও এ বিষয়ে রেলের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। জানা গিয়েছে, মঙ্গলবার ভোর ৩টে ৪৫ নাগাদ রাজখারসওয়ান ও বরাবাম্বু রেল স্টেশনের মাঝে বেলাইন হয়ে যায় দক্ষিণ পূর্ব রেল ডিভিশনের হাওড়া থেকে মুম্বইগামী সিএসএমটি এক্সপ্রেস। এই ট্রেনে চেপে রাজ্য থেকে বহু মানুষ মুম্বইতে চিকিৎসার জন্য যান। ফলে এই ট্রেনে বহু রোগী থাকার সম্ভাবনা রয়েছে। তাঁরা কী অবস্থায় রয়েছেন তা নিয়েও যথেষ্ট উদ্বেগ দেখা দিয়েছে।
চলছে উদ্ধারকার্য
#WATCH | Jharkhand train derail | One passenger travelling in the B4 coach of Mumbai Howrah Mail has died. https://t.co/5ZTM7uwhCu pic.twitter.com/jF6B7JGwM2
— ANI (@ANI) July 30, 2024