নতুন দিল্লি, ৩ মার্চ: নারী দিবসে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি বন্ধ রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিষয়টি জানার পর ফের তোপ দাগলেন রাহুল গান্ধী। টুইট বার্তায় বললেন করোনাভাইরাসে ত্রস্ত দেশ এই সময় সব ছেড়ে সেদিকে নজর দিন। দয়া করে সোশ্যাল মিডিয়ায় ক্লাউন না সেজে দেশের সময় বাঁচান। গোটা দেশ মারণ রোগ করোনাভাইরাসের আতঙ্কে সিঁটিয়ে আছে তখন তিনি সোশ্যাল মিডিয়া ত্যাগের বিজ্ঞাপন দিচ্ছেন, এখন কি এসব করার সময়। প্রশ্ন তুলেছেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। তিনি প্রধানমন্ত্রীকে আর্জি জানিয়েছেন যে মোদি যেন অন্তত সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি হিসেন লুংয়ের মতো ভূমিকা পালন করেন। কীবাবে সিঙ্গাপুরোর প্রধানমন্ত্রী করোনাভাইরাস ট্যাকল করতে কাজে নেমে পড়েছেন। সেই প্রসঙ্গও রাহুলের টুইটে জায়গা করে নিয়েছে।
মঙ্গলবার মোদি নিজেই জানান, তিনি সোশ্যাল মিডিয়া বরাবরের জন্য ছেড়ে যাচ্ছেন না। শুধু নারীদিবসের দিনটিতে মহিলাদের প্রেরণা দিতে ওই দিন সোশ্যাল মিডিয়ায় তিনি থাকছেন না। এই খবরে নেটিজেনদের একাংশ স্বস্তির শ্বাস ফেলেছেন। আ যাঁরা বিষয়টি খিল্লি শুরু করেছিলেন, তাঁরা ফের নতুন পথে প্রধানমন্ত্রীকে খোঁচা দেওয়ার বন্দোবস্ত নিয়ে ফেলেছেন। আরও পড়ুন-Coronavirus Scare In India: করোনা আক্রান্ত পড়ুয়ার জন্মদিনে আমন্ত্রিত সহপাঠীরা, খবর প্রকাশ্যে আসতেই স্কুলে পড়ল তালা
Dear @PMOIndia,
Quit wasting India's time playing the clown with your social media accounts, when India is facing an emergency. Focus the attention of every Indian on taking on the Corona virus challenge.
Here's how it's done..#coronavirusindia pic.twitter.com/jLZG5ISjwt
— Rahul Gandhi (@RahulGandhi) March 3, 2020
এদিকে দিল্লিতে দুজন, তেলেঙ্গানায় একজন এমন করে ছয় জনের শরীরে করোনাভাইরাসের জীবাণু পাওয়ার খবর গোটা দেশ আতঙ্কের প্রহর গুনছে। এই ঘটনায় প্রধানমন্ত্রী বলেছেন, আতঙ্কিত হবেন না, একসঙ্গে মিলে কাজ করুন। এদিনই আগ্রায় ৬ জনের আক্রান্ত হওয়ার খবর মিলেছে। শুধু তাই নয় সংক্রমণ এড়াতে হাত ধুয়ে খাবার খেতে বলেছেন। যেখানে সেখানে হাত দেওয়ার পর তা না ধুয়ে চোখ, নাকে মুখে সেই হাত দিতে নিষেধও করেছেন।