![](https://bnst1.latestly.com/wp-content/uploads/2020/10/Rahul-Gandhi1-380x214.jpg)
নতুন দিল্লি, ২৬ অক্টোবর: রবিবার পাঞ্জাবের বিভিন্ন জায়গায় পুড়ল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) কুশপুতুল। সোমবার এমনই এক খবরের ছবি টুইটারে শেয়ার করে রাহুল গান্ধী লিখলেন, “গতকাল সমগ্র পাঞ্জাবজুড়েই এই ঘটনা ঘটেছে। এটা দুঃখজনক যে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এমন রাগ পুষে রেখেছে পাঞ্জাব। এটা খুবই ভয়ানক নজির এবং আমাদের দেশের জন্যে খুব খারাপ। প্রধানমন্ত্রীর উচিত যত তাড়াতাড়ি সম্ভব এই সব মানুষের কাছে পৌঁছানো ও তাদের সমস্যার সমাধান করা।” পাঞ্জাবে কৃষক সংগঠন ভারতী কিষাণ ইউনিয়ন সম্প্রতি প্রধানমন্ত্রীকে কৃষকদের রাবণ বলে উল্লেখ করেছে। এরপর সংগঠনের সদস্যরা দশেরা উপলক্ষে মোদির কুশপুতুল পুড়িয়ে সেকাজও করলেন। আরও পড়ুন-Ajit Pawar: করোনা আক্রান্ত মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার, ভর্তি হাসপাতালে
This happened all over Punjab yesterday. It’s sad that Punjab is feeling such anger towards PM.
This is a very dangerous precedent and is bad for our country.
PM should reach out, listen and give a healing touch quickly. pic.twitter.com/XvH6f7Vtht
— Rahul Gandhi (@RahulGandhi) October 26, 2020
সম্প্রতি লোকসভায় নয়া কৃষি বিল পাস হয়েছে। সেই বিলের বিরোধিতায় সরব দেশের সমস্ত কৃষক সংগঠন। এই বিলকেই ভারতী কিষাণ ইউনিয়ন কৃষি বিরোধী বলে উল্লেখ করেছে। দশেরা উপলক্ষে পাঞ্জাবের পাতিয়ালা, অমৃতসর, গুরদাসপুর, ফাজিলকা, ফরিদকোট, লুধিয়ানা, মোগা, জলন্ধর, মুকতসার, এবং আরও বেশ কয়েকটি জেলার বাসিন্দারা প্রধানমন্ত্রী-সহ মোদি ঘনিষ্ঠ শিল্পপতিদের ২৫ -৩০ ফুটের কুশপুতুল বানিয়ে জ্বালিয়ে দেন।