নতুন দিল্লি, ২৬ অক্টোবর: সোমবার মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের (Ajit Pawar) করোনাভাইরাসের টেস্ট রেজাল্ট পজিটিভ এসেছে। রিপোর্ট আসার পরেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে মুম্বইতে তুলনামূলকভাবে করোনা সংক্রমণের দৈনিক হার যেমন কমেছে তেমনই মৃত্যুর হারও নেমেছে। ১৬ লাখ ৪৫ হাজার ২০ জন করোনা আক্রান্তকে নিয়ে সবথেকে করোনা বিধ্বস্ত রাজ্য মহারাষ্ট্র। রবিবার সেখানে করোনার বলি ১১২ জন। মহারাষ্ট্রে করোনায় মোট মৃত ৪৩ হাজার ২৬৪ জন। এর পরেই রয়েছে অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ ও দিল্লি। বিশ্বে মোট করোনা আক্রান্ত প্রায় ৪৩ মিলিয়ন ছুঁই ছুঁই। সেখানে করোনায় মৃতের সংখ্যা ১১ লাখ ৫২ হাজার ৭৭৩।
ভারতে করোনাকে হারিয়ে সুস্থতার হার ৯০ শতাংশ ছুঁয়েছে। মৃত্যুর হার ১.৫১ শতাংশ। আইসিএমআর-এর তথ্য বলছে, শনিবার ৯ লাখ ৩৯ হাজার ৩০৯টি নমুনার করোনা টেস্ট হয়েছে দেশে। এখনও পর্যন্ত মোট ১০ কোটি ৩৪ লাখ ৬২ হাজার ৭৭৮টি নমুনার করোনা টেস্ট সম্পন্ন করেছে আইসিএমআর। তবে ৭০ লাখেরও বেশি করোনা রোগীকে সুস্থ করে ভারত নতুন মাইল ফলকে নাম লিখিয়েছে। আরও পড়ুন-COVID-19 Cases in France: ১দিনে সংক্রামিত ৫২ হাজার ১০ জন, করোনার সেকেন্ড ওয়েভ শুরুতেই কড়া লকডাউনে ফ্রান্স
1,480 new #COVID19 cases, 14 deaths & 2,071 recoveries reported in Odisha in last 24 hours.
Total cases in the state now stand at 2,82,695, with 2,64,102 recoveries and 17,281 active cases. Death toll is at 1,259: Odisha Health Department
— ANI (@ANI) October 26, 2020
৪৫ হাজার ১৪৯ জন নতুন করোনা আক্রান্তকে নিয়ে ভারতে কোভিড-১৯ পরিসংখ্যান (Coronavirus Cases In India) ৭৯ লাখ ছাড়িয়ে গেল সোমবার। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী দেশে মোট করোনা আক্রান্ত ৭৯ লাখ ৯ হাজার ৯৬০ জন। এর মধ্যে ৬ লাখ ৫৩ হাজার ৬১৭ টি অ্যাকটিভ কেস। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ১৪ হাজার ৪৩৭ জন। এখনও পর্যন্ত দেশে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৭১ লাখ ৩৭ হাজার ২২৯ জন। গতকালই ৫৯ হাজার ১০৫ জনক হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। গতকাল সারাদিনে করোনার বলি ৪৮০। সবমিলিয়ে এখনও পর্যন্ত ভারতে করোনার ঘায়ে মৃত্যু হয়েছে ১ লাখ ১৯ হাজার ১৪ জনের।