Rahul Gandhi: মমতার পর বিজেপি বিরোধিতায় শান রাহুলের, কৃষি আইনের প্রতিবাদে এককাট্টা বিরোধীরা
প্রতিবাদে রাহুল গান্ধী , ছবি এএনআই

দিল্লি, ৬ অগাস্ট: দিল্লি (Delhi) সফরে গিয়ে মোদী সরকারের বিরোধিতায় নতুন মাত্রা যোগ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দিল্লি গিয়ে বিজেপি বিরোধী নেতৃত্বের সঙ্গে দেখা করে, ২০২৪ সালের রণকৌশল তৈরির পরিকল্পনা করেন তৃণমূল কংগ্রেস নেত্রী। ফলে রাহুল গান্ধী (Rahul Gandhi), সোনিয়া গান্ধীর পাশাপাশি অরবিন্দ কেজিরওয়াল, শরদ পাওয়ারদের সঙ্গেও দেখা করেন মমতা। বিজেপি বিরোধিতার সেই রেশকে অব্যাহত রাখছেন রাহুল গান্ধী।

সংসদে অধিবেশন শুরুর পরপরই এবার বিরোধীদের নিয়ে এবার কৃষক আন্দোলনে যোগ দিলেন রাহুল গান্ধী। কেন্দ্রের কৃষি বিলের বিরুদ্ধে বিরোধীরা একজোট হয়ে শুক্রবার যন্তর মন্তরে প্রতিবাদে সামিল হন। সংসদে ভবনের বাইরে থেকে বাস ধরে যন্তর মন্তরের উদ্দেশে রওনা দেন রাহুল গান্ধীরা।

আরও পড়ুন: Karisma Kapoor: আলিয়া কি কাপুর বাড়ির সদস্য? মুখে কুলুপ আঁটলেন করিশ্মা, দেখুন ভিডিয়ো

কংগ্রেস (Congress) নেতা রাহুল গান্ধীর সঙ্গে মল্লিকার্জুন খাড়্গে, অম্বিকা সোনি, গৌরব গগৈ, শিবসেনার সঞ্জয় রাউত, আরজেডির মনোজ শা-সহ একাধিক নেতাকে বাসে উঠতে দেখা যায়। কৃষক আন্দোলনের পক্ষে সওয়াল করে কেন্দ্রের  কৃষি নীতির বিরোধিতা করেই আজকের এই অভিযান।

যন্তর মন্তরে যাওয়ার সময়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে, 'কালা কানুন বন্ধ করো, পেগাসাসের তদন্ত করো' বলে স্লোগান দিতে শুরু করেন বিরোধীরা। কেন্দ্রের কৃষি বিলের পাশাপাশি পেগাসাস নিয়েও যে সরকারের বিরুদ্ধে বিরোধীরা এককাট্টা, তা বুঝিয়ে দেন রাহুল গান্ধীরা।