Rahul Gandhi (Photo Credit: X)

দিল্লি, ৯ সেপ্টেম্বর: আমেরিকায় (America) গিয়ে ডালাসে যখন বক্তব্য রাখেন রাহুল গান্ধী (Rahul Gandhi) , সেই সময় বিজেপি (BJP) এবং আরএসএসের (RSS) বিরুদ্ধে একের পর এক মন্তব্য করতে শোনা যায় কংগ্রেস সাংসদকে। যেখানে ডালাসের টেক্সাসে গিয়ে রাহুল বলেন, 'আরএসএস বিশ্বাস করে, মহিলাদের বাড়ির অন্দরে থাক উচিত। আরএসএস মনে করে, মহিলারা বাড়িতে থেকে রান্নাবান্ন করবেন। ঘর গৃহস্থলি সামলাবেন। তাঁরা বেশি জোরে কথা বলবেন না। কিন্তু কংগ্রেস আরএসএসের এই মনোভাব পছন্দ করে না। মহিলাদের যা ইচ্ছা, তাঁরা তাই করবেন।' কংগ্রেস এই পন্থায় বিশ্বাসী বলে মন্তব্য করেন রাহুল গান্ধী।

আরও পড়ুন: Rahul Gandhi: মার্কিন মুলুকে হাজির হয়ে প্রধানমন্ত্রী মোদীকে আক্রমণ রাহুলের, বললেন, 'মানুষের ভয় কাটতে শুরু করেছে'

রাহুলের ওই বক্তব্যের প্রেক্ষিতে পাটা মন্তব্য করে বিজেপি। বিদেশে গিয়ে সব সময় ভারতকে অপমান করা রাহুল গান্ধীর অভ্যেসে পরিণত হয়েছে বলে কটাক্ষ করা হয় বিজেপির তরফে।