বিদেশের মাটিতে "ভারতীয় গনতন্ত্র বিপদে" মন্তব্যে এমনিতেই বিপদে রাহুল গান্ধী। তার ওপর আবার "দুখিত, আমি এমপি" এই বক্তব্যের জন্য এবার কড়া প্রতিক্রিয়া দিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।
তিনি জানান, রাহুল গান্ধী পরিনত নন, ওনার মানসিক অবস্থা ঠিক যেন একটা বচ্চার মতন, রাহুল বাবা বলছেন যে দুখজনকভাবে আমি একজন এমপি, তিনি গনতন্ত্রের মন্দিরকে, সংবিধানকে এবং মানুষের আবেগকে অপমান করেছেন,আমাদের বুথ কর্মীরা ওনার থেকে বেশি পরিণত"।
লন্ডন থেকে ভারতে আসার পর বাইরে থেকে দেশের সমালোচনার জন্য বারবার বিজেপির প্রশ্নের মুখে পড়েছেন রাহুল। বিজেপির প্রেসিডেন্ট জে পি নাড্ডার তরফে রাহুল গান্ধীকে "অ্যান্টি ন্যাশনাল টুলকিট"এর অংশ বলে প্রশ্ন তোলা হয়।
আরেক ধাপ এগিয়ে এবার এমপি বিতর্কে বিস্ফোরক হলেন শিবরাজ সিং
দেখুন ভিডিও
#WATCH | Rahul Gandhi is not mature. His mental age is like that of a child. Rahul Baba is saying that unfortunately, I am an MP. He insulted the temple of democracy, Constitution & hurt people's trust. Our booth workers are more sensible than him: Madhya Pradesh CM SS Chouhan pic.twitter.com/F7XpGiWKp7
— ANI (@ANI) March 18, 2023